সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলকোটের নদীতে মাছ ধ’রা’র জালে এ কি উঠে এ’লো? হতবাক সকলেই

মৎসজীবীরা মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামের অজয় নদের একই জায়গা থেকে পাথরের মূর্তি পেলেন। এ বারের মূর্তিটি সেন যুগের সূর্য মূর্তি বলে অনুমান করা হচ্ছে।

রাজা শশাঙ্কের সময় বঙ্গ দেশে সূর্য উপাসনা শুরু হয়। ইতিহাস থেকে জানা যায়, মঙ্গলকোটে এক সময় সূর্য উপাসকদের নিবাস ছিল।

গ্রামবাসীদের দাবি, মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামে অজয় নদ থেকে বার বার এত প্রাচীন দুষ্প্রাপ্য মূর্তি উদ্ধার হচ্ছে অথচ প্রশাসন এ বিষয়ে নীরব।

এই জায়গায় খনন করা হোক আর নয়ত জায়গাটিকে সংরক্ষণ করা হোক। গত তিন দিনে দু’টি বিষ্ণু মূর্তি-সহ একটি সূর্য মূর্তিও পাওয়া গেল।

আরো পড়ুন: কেন্দ্রের প্র’ক’ল্পে’র নাম ব’দ’ল করার কারণ সকলের সামনে তু’লে ধরলেন মুখ্যমন্ত্রী

এর আগে দশ বছরের মধ্যে এই এলাকার অজয় নদ থেকে কম করে চারটি প্রাচীন বহুমূল্য মূর্তি পাওয়া গিয়েছিল।.মঙ্গলকোটের বিডিও জগদীশ বাড়ুই ফোনে জানান , মূর্তি উদ্ধারের ঘটনা জেলাশাসককে জানিয়েছি। এলাকাটি সংরক্ষণের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।