সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না’য় মৃতের পরিবারকে ৫০ হাজার টা’কা ক্ষতিপূরণ দিতে শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার

করোনা কেড়েছে জীবন, জীবিকা, সুরক্ষা এবং আপনজন। এমতাবস্থায় আপনজনকে হারিয়ে অকূল পাথারে পড়েছেন বেশকিছু মানুষ। করোনাভাইরাসে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের জন্য এবার পশ্চিমবঙ্গ সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। এবার থেকে করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে 50 হাজার টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।

পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট http://wbdmd.gov.in ওয়েবসাইট থেকে প্রথমে এই সংক্রান্ত একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর বিভিন্ন নথির সঙ্গে এই ফর্ম জমা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। পঞ্চায়েত এলাকা হলে বিডিও অফিসে, পুর এলাকা হলে নিকটবর্তী মহকুমাশাসকের অফিসে, কলকাতা পৌর নিগমের অন্তর্গত হলে সংশ্লিষ্ট বোরো অফিসে এই ফর্ম জমা দিতে হবে।

এই ক্ষতিপূরণ পেতে হলে করোনাভাইরাসে মৃত্যুর শংসাপত্র, মৃতের ভোটার কার্ড বা আধার কার্ড, নিকট আত্মীয়ের ভোটার কার্ড বা আধার কার্ড, ব্যাংকের পাস বইয়ের কপি বা বাতিল হওয়া চেক, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত লিগাল হেয়ার সার্টিফিকেট, নিকটাত্মীয়ের প্রমাণ হিসেবে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে হলফনামা নিয়ে জমা দিতে হবে।

করোনায় মৃতদের পরিবারকে 50 হাজার টাকা করে অনুদান দেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মৃত্যুর শংসাপত্রের কথা উল্লেখ করা না থাকলেও আর্থিক অনুদান মিলবে বলেই জানানো হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারে না। এবার পশ্চিমবঙ্গেও করোনায় মৃতদের পরিবার 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়ে যাবেন।