সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প’র’নে সু’তি’র পাঞ্জাবি মাথায় কাঁচা’পাকা চুল দাড়ি’তেও পা’ক! প্রসেনজিৎ এর ন’তু’ন লু’ক নিয়ে চা’ঞ্চ’ল্য

পরনে সুতির পাঞ্জাবি মাথায় কাঁচাপাকা চুল দাড়িতেও পাক! প্রসেনজিৎ এর নতুন লুক নিয়ে চাঞ্চল্য

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অবশ্য তাঁর খ্যাতি যে শুধু টলিউডের মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। টলিউড ছাড়িয়ে বলিউডেও রয়েছে তাঁর সুদূরপ্রসারী বিস্তার। সেই কবে থেকে সিনেজগতের সঙ্গে পরিচয় তাঁর। দর্শকদের একের পর এক উপহার দিয়েছেন তাঁর অভিনীত নানান স্বাদের ছবি। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সাইট ফলো করলেই তাঁর ভক্তের জোয়ার পরিলক্ষিত হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনো ছবি পোস্ট হলে মুহুর্তের মধ্যেই তা হয়ে যায় ভাইরাল। বছরে কখন তাঁর সিনেমা প্রকাশ পাবে তার জন্য মুখিয়ে থাকেন তাঁর ভক্তগণ।

শনিবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাঁর এক অন্য রূপের ছবি। যা দেখা মাত্র শুরু হয়েছে চর্চা। দর্শকদের অবাক করে দিয়েছে তাঁর এই ছবি। পরনে সুতির পাঞ্জাবি, মাথায় কাঁচাপাকা চুল, দাড়িতেও পাক ধরেছে। সিঁথির ফাঁক দিয়ে টাক দেখা যাচ্ছে। চোখে মোটা ফ্রেমের চশমা, চেহারায় বয়সের ছাপ বেশ স্পষ্ট। স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। যেন হঠাৎই মনে হল এক লহমায় বয়সটা অনেকটা বেড়ে গিয়েছে তাঁর।

কি ভাবছেন তাকে সত্যিই এমন দেখতে হয় গিয়েছে? না না ভুল ভাবছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই লুক পরিচালক অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’র সৌজন্যে। ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর ফের একবার অতনু ঘোষের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা। তবে সিনেমাতে শুধু প্রসেনজিৎ এর পাশাপাশি কাজ করছেন বিক্রম চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, রায়তী ভট্টাচার্য প্রমুখ অভিনেতা অভিনেত্রী। শনিবার নিজের ছবির কেন্দ্রীয় চরিত্রদের লুক সামনে এনেছেন পরিচালক অতনু ঘোষ।

https://www.facebook.com/atanugsh/posts/10158891461156843

ছবিতে ৯-এর দশকে লেখক ‘বাল্মিকী’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বয়স ষাটের ওপর। ‘সৌনক’-এর ভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায় আর মাঝবয়সী মহিলা ‘মেধা’র ভূমিকায় গার্গী রায়চৌধুরী এবং চিত্রশিল্পী দীপার ভূমিকায় রায়তী ভট্টাচার্যকে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। আগামী ১৩ সেপ্টেম্বর ছবির শ্যুটিংয়ে যোগ দেবেন প্রসেনজিৎ। কীভাবে এই চার চরিত্রের যাত্রাপথ মিলে যাবে এবং তা একে অপরের পরিপূরক হয়ে উঠবে সেই গল্পই দেখানো হবে ‘শেষ পাতা’য়।

‘শেষ পাতা’ কেন্দ্রিক আরও খবর আসতে চলেছে, অপেক্ষায় থাকুন।