সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগে চু’রি করতাম আমরা, এখন চু’রি করে রাজ্য সরকার, হাটে হাঁড়ি ভাঙলেন রেশন ডিলাররা

রেশন ডিলারদের সঙ্গে খাদ্য দপ্তরের সংঘাত চরম আকার নিয়েছে। ইতিমধ্যে ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের 14 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন।

ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্য সরকারকে ‘চোর’ বলে কটাক্ষ করেছেন। তাদের দাবি আগে রেশন ডিলাররা চুরি করতো, তার ভাগ পেত খাদ্য দপ্তর।

তবে এখন বিষয়টা উলটে গিয়েছে। এখন রেশন ডিলাররা আর চুরি করে না। এখন রাজ্য সরকার নিজেই চুরি করে। এমনটাই দাবি করেছেন বনগাঁ থানা শাখার সভাপতি দিলীপ রায় চৌধুরী।

আরো পড়ুন: লেবুর ম’তো দেখতে কিন্ত লেবু ন’য়! এই ফল চাষ ক’রে লাভের মু’খ দেখছেন মুর্শিদাবাদের যুবক

তিনি বলেন রেশন কার্ড থাকা সত্ত্বেও বায়োমেট্রিকে লাল হয়ে থাকছে। এই খাদ্য সামগ্রী কোথায় যাচ্ছে? প্রশ্ন করেছেন রেশন ডিলাররা। রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ডিলার সংগঠনের সভাপতি।

বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অবশ্য বলেছেন রাজ্য সরকারের আমলে রেশন ডিলারদের চুরি বন্ধ হয়েছে। তারা নিজেরা চুরি করতে পারছে না বলেই রাজ্য সরকারকে চোর বলছে।

বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবশ্য বলেছেন এমআর ডিলাররা রাজ্য সরকারের অঙ্গ। এখন তারাই রাজ্য সরকারের বিরুদ্ধে চুরির অভিযোগ আনছে। তৃণমূল কংগ্রেসের সরকারকে আলিবাবা চল্লিশ চোর বলে কটাক্ষ করেছেন তিনি।