সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমাদের কাছে UFO-র প্রচুর ছ’বি ও ভিডিও আছে! কিন্তু নি’রা’প’ত্তা’র স্বা’র্থে প্র’কা’শ করবো না: US NAVY

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইউএফোর ছবি ও কিছু ভিডিও আছে, কিন্তু তারা সেটা প্রকাশ করতে চাইল না। ফ্রিডম অফ ইনফরমেশন এক্ট হিসেবে এর দোহাই দিয়ে ইউটিউব চ্যানেল তারা মার্কিন নৌবিভাগের কাছে অনুরোধ করল যাতে তারা ইউ এফ ওর ছবি ভিডিও প্রকাশ করে। কিন্তু তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার স্বাস্ররথে তারা কখনই এই ভিডিও কিংবা ছবি প্রকাশ্যে আনবে না।

ইউ এফ ও নিয়ে মানুষের উন্মাদনা কিন্তু তুঙ্গে, এই ধরনের জিনিসের ছবি কিংবা ভিডিও দারুণ গুরুত্বপূর্ণ। তাই এই সব ছবি প্রকাশ্যে আসলে অনেকটাই চিন্তা বৃদ্ধি পেয়ে যাবে কারণ এই ধরনের জিনিস ব্যাপক গবেষনা পরিসর। তাই কিছু মহল গবেষনার দোহাই দিয়ে অন্য কোনো কিছুও করতে পারে।

মার্কি নৌসেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের ছবি নিরাপত্তা স্বার্থে কখনই প্রকাশ্যে না আনাটাই শ্রেয় হবে বলেই মনে করেন তারা। ২ বছর আগে মার্কিন নৌবাহিনীর কাছে এই তথ্য চেয়েছিল স্বনিয়োজিত সংস্থা ব্ল্যাক ভল্ট এবং ইউ টিউব।
কিন্তু সেই তথ্য দিতে রাজি হয় নি তারা।

আরো পড়ুন: ১০০ শতাংশ ওয়ার্ক ফ’র্ম হো’ম, এই সংস্থার কর্মীদের নিয়ে বড় ভা’ব’না কেন্দ্রের

কিন্তু তারা এটা বলেছে যে তাদের কাছে যে এই তথ্য রয়েছে সেটা স্ত্য। ২০২০ সালে মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফ থেকে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল। যাদের উদ্দেশ্য ছিল উড়ন্ত বস্তুগুলোর তথ্য সংগ্রহ করা। এর নাম দেওয়া হএয়ছিল আন আই ডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা টাস্ক ফোর্স।

এদের দায়িত্ব ছিল এমন কিছু সন্দেহ মূলক জিনিস দেখলেই চিহ্নিত করা ও বিশ্লেষণ করা গবেষণা করে। তাদের কাছে নাকি ছিল ৩ টি ভিডিও, যেগুলো অন্যগুলোর থেকে অনেকটাই বেশী গুরুত্বপূর্ণ। মোট ১২০ টি ইউ এফ ও সংক্রান্ত ঘটনাকে নিয়ে বিশ্লেষণ করা হয়।