সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকার আমরা গড়তে পারি বি’শ্বা’স করাতে পারিনি, দিলীপের গলায় হা’রে’র পোস্টমর্টেম রি’পো’র্ট

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত বিজেপির অন্দরমহলে চলছে আত্মসমীক্ষা পর্ব। বাংলায় জোরদার প্রচার চালানো সত্বেও বিজেপির হার নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এখন উপনির্বাচনের ঠিক একদিন পরেই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলাতেও আত্মসমীক্ষার সুর শোনা গেল।

সল্টলেকের ইজেডসিসিতে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপির হারছর প্রধান কারণ ছিল বিজেপি বাংলার মানুষকে বিশ্বাস করাতে পারেনি যে তারাও জিততে পারে। তিনি আরো বলেন, বাংলার মানুষ ধরেই নিয়েছিলেন যে বিজেপি ১০০ পাওয়ার দল। বিজেপি যে এই বাংলাতে ১৫০ পাওয়ার সম্ভাবনা রাখে তা মানুষকে বিশ্বাস করানো যায়নি।

উপনির্বাচনের ঠিক একদিন পরেই বিজেপি দলের সর্বভারতীয় সহ সভাপতির গলায় এমন আত্মসমালোচনার সুর কার্যত রাজ্য রাজনীতির কাছে চমকের মত। জোরদার প্রচার চালানো সত্বেও বুথস্তরের সংগঠনে দুর্বলতাই বিজেপির হার এর অন্যতম কারণ বলে চিহ্নিত করেছেন দিলীপ ঘোষ। বর্তমানে বুথ স্তরের সংগঠনকে মজবুত করে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।

তার কথায় বিজেপি হয়তো কয়েক হাজার বুথে জয়লাভ করতে পারেনি। কিন্তু বাকি বুথগুলিতে সংগঠনকে মজবুত করতে হবে। উল্লেখ্য নির্বাচনী ফল প্রকাশের পর বিজেপি নেতা তথাগত রায়ও একইভাবে দলের সমালোচনা করেছিলেন। তিনি বিজেপির হারের পেছনে দলবদলের রাজনীতিকে দায়ী করেছিলেন। একইসঙ্গে তারকা প্রার্থীদের নিয়েও সরব হয়েছিলেন তিনি। সরাসরি আক্রমণ করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের।