সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ জেলায় স’ত’র্ক’তা জা’রি হাওয়া অফিসের, কি ব’ল’লো আবহাওয়া দ’প্ত’র জেনে নিন

রবিবার সকাল থেকেই ছিল আকাশ মেঘাচ্ছন্ন।বেলা হতে না হতেই পরিষ্কার আকাশের মুখ দেখতে পেলাম আমরা। সারাদিন বৃষ্টিপাতের না হলেও আকাশের মুখ ছিল ভার। সোমবার আরো একবার একইরকম আবহাওয়ার সম্মুখীন হতে হলো আমাদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমী অক্ষরেখার এবং ঘূর্ণবাতের প্রভাবে গোটা রাজ্যে মোটামুটি বৃষ্টির প্রভাব থাকবে এখন। হালকা থেকে মাঝারি কখনো কখনো বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। রবিবার কলকাতা সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রী কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম।

গত ২৪ ঘন্টায় কলকাতায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেই পরিমানের আশে পাশেই থাকবে আগামী দুই দিনের বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গে এখনই ভালো আবহাওয়ার মুখ দেখতে পাবেন না বাসিন্দারা।

উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখার পুরুলিয়া থেকে দিঘা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই অক্ষরেখা উত্তরবঙ্গে অবস্থান করবে এবং তার ফলে সোমবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং এই পাঁচটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি হয়েছে।