সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ওষুধ’পত্রে’র ব্য’ব’সা’র সা’থে যু’ক্ত হ’তে চা’ন? ১এম’জি এবং টা’টা গ্রু’প নি’য়ে এ’লো দু’র্দা’ন্ত অ’ফা’র! দেখে নিন

ওষুধপত্রের ব্যবসার সাথে যুক্ত হতে চান? ১এমজি এবং টাটা গ্রুপ নিয়ে এলো দুর্দান্ত অফার! দেখে নিন

এখন অনলাইনের জমানা। বিশেষত এই করোনা পরিস্থিতিতে মানুষ বাড়ি থেকে কোনো কারণ ছাড়া বেরোতে চাইছে না। তাই অনলাইন পরিষেবার ওপর মানুষ এখন অনেকটাই নির্ভরশীল। অনলাইনে ওষুধও কিনছেন মানুষ। আর সেই কারণে ‘১এমজি’-র মতো সংস্থাগুলি এখন ভীষণ রকম জনপ্রিয়। দিন দিন এই কোম্পানির জনপ্রিয়তা আরও বাড়ছে। ‘১এমজি’ এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি প্রেস্ক্রিপশন আপলোড করার পর ওষুধ বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হয়। এ ক্ষেত্রে ভালো ডিসকাউন্ট অফারও রয়েছে।

এবার ১এমজি এবং টাটা গ্রুপ মিলে নিয়ে এলো একটি দুর্দান্ত অফার। তাই এবার মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করলেই সরাসরি টাটা গ্রুপের সঙ্গেই যুক্ত হতে পারবেন আপনি। কোভিডের কারণে চাকরির মার্কেট একেবারে ধসে গিয়েছে। অনেক মানুষ বেকার হয়ে গিয়েছেন। তাই এই সুযোগে আপনি যদি ওষুধপত্রের ব্যবসার সাথে যুক্ত হন, তাহলে লোকসান প্রায় নেই বললেই চলে। এমনকি গ্রামাঞ্চলের দিকেও এই ব্যবসায় যথেষ্ট লাভ রয়েছে। একটা ওষুধের দোকান খোলার থেকে এই ব্যবসা অনেক বেশি সুবিধাজনক।

আর ওষুধের দোকান খুলতে গেলেই একদিকে যেমন লাগে ফার্মাসিস্টের সার্টিফিকেট, তেমনি আবার ড্রাগ লাইসেন্স বের করার ঝামেলাও প্রচুর। কিন্তু ‘১এমজি’ এবং টাটা গ্রুপ আপনাকে দিচ্ছে সেই সুযোগ, যার জেরে ফ্র্যাঞ্চাইজি নিয়ে সরাসরি এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবেন আপনি। আসলে বিভিন্ন এলাকায় নিজেদের ক্রেতার সংখ্যা বাড়াতে চাইছে ১এমজি। আর তাই টাটা গ্রুপ নিয়ে এসেছে একটি নতুন পলিসি যার নাম ‘সেহাত কে সাথী’। এই প্রকল্পে অন্তর্ভুক্ত হলে আপনাকে দেওয়া হবে একটি এলাকার দায়িত্ব। সেই এলাকায় সংস্থার জন্য ক্রেতা খুঁজে দেবেন আপনি। যত বেশি গ্রাহক তৈরি করবেন ততই আপনি কমিশন পাবেন। এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে ১০ হাজার টাকা, তার জন্য কোম্পানির তরফ থেকে আপনাকে একটি সুগার চেকিং মেশিন, রক্তচাপ পরীক্ষা করার মেশিন এবং ৫০০ টি ভিজিটিং কার্ড দেওয়া হবে।

বর্তমানে ১এমজি দেশের ১৮০০ টিরও বেশি ছোট বড় শহরে ওষুধ সরবরাহ করে। ২০১৫ সালে এই কোম্পানির প্রতিষ্ঠিত হয় প্রশান্ত ট্যান্ডন এবং গৌরব আগরওয়ালের হাত ধরে। এবার এদের সাথে যুক্ত হতে চলেছে টাটাও। ইতিমধ্যেই ১০০ জনেরও বেশি মানুষ এই নতুন প্রকল্পের সাথে যুক্ত হয়েছেন। দিনে দিনে এর চাহিদা আরও বাড়ছে। আগামী দিনে অনলাইনে এই ওষুধ সরবরাহ ভারতে বাড়বে। বর্তমানে এই ইন্ডাস্ট্রি আড়াই হাজার কোটি টাকার ব্যবসা তৈরি করেছে। তবে আগামী দিনে ১৭ হাজার কোটি টাকারও বেশি ব্যবসা হতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।