সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PhonePe-Paytm-Amazon-GPay ব্যবহার করেন? এই ভুলগুলি আপনি হা’মে’শা’ই করছেন

অনেকেই এখন ইউপিআইয়ের মাধ্যমে টাকা দেন। বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করে থাকেন। আপনাকে পুরো রাস্তায় বসিয়ে দিতে পারে এই UPI পেমেন্ট। তবে যাঁরা সেইসব অ্যাপ ব্যবহার করছেন, তাঁদের এই কয়েক টি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে, নাহলে বড়সড় বিপদের মুখে পড়তে পারেন।

ভুল করেও কখনও কাউকে নিজের UPI অ্যাকাউন্ট/অ্যাড্রেস দেবেন না। জোরদার স্ক্রিন লক দিতে হবে। যদি আপনি Google Pay, PhonePe, Paytm ব্যবহার করেন, তাহলে জোরদার পিন দিতে হবে। নিজের জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো বিষয় দেবেন না।

কোনও উলটো-পালটা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। ভুয়ো কল এড়িয়ে যাবেন। কোনওরকম ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। কাউকেও ভুল করে ওটিপি দেবেন না। এরকম বিষয়ে সতর্ক থাকতে হবে। একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার করবেন না। বিশেষজ্ঞরা একাধিক পেমেন্ট অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেন।

অনেকেই নিয়মিত UPI অ্যাপ আপডেট করেন না। আপনি যে পেমেন্ট অ্যাপ ব্যবহার করছেন, তা নিয়মিত আপডেট করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।