সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনি’শ্চি’ত দুনিয়া, সংসার চালাতে এখন সাবান বি’ক্রি করছেন টলি অভিনেত্রী

অভিনয় জগত ভীষণভাবে একটি কঠিন জগৎ। আপনি যদি এই জগতে একবার টিকে থাকতে পারেন তাহলে আপনার ঐশ্বর্য আর করতে বিন্দুমাত্র সময় লাগবে না কিন্তু এই টিকে থাকা ভীষণভাবে কঠিন সাধ্য একটি ব্যাপার। অনেক অভিনেতা অভিনেত্রী এমনও রয়েছেন যারা কাজের অভাবে ডিপ্রেশনে পর্যন্ত চলে গিয়েছিলেন।

আজ এমন একজন টলি নায়িকার কথা বলব যিনি একদিকে ডিভোর্সের পর চরম অর্থাভাব অন্যদিকে কাজের সুযোগ না থাকার ফলে বাড়িতে বসে সাবান বিক্রি করছেন। জনপ্রিয় তেলেগু নায়িকা তথা টলি অভিনেত্রী ঐশ্বর্য ভাস্করান একটা সময় তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি কে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন।

১৯৯৮ সালে তেলেগু সিনেমার হাত ধরে আবির্ভাব হয়েছিল এই অভিনেত্রীর। তারপর কার্যত ফিরে তাকাতে হয়নি তাকে। অসাধারণ অভিনয় গুণের জন্য একের পর এক পরিচালকের কাছ থেকে ডাক পেয়েছিলেন তিনি। আজও তেলেগু ইন্ডাস্ট্রির দর্শকগ্রাম মা লক্ষ্মী হিসেবে মনে রেখেছেন এই অভিনেত্রী কে।

আরো পড়ুন: এ’তো সুন্দরী অভিনেত্রী হয়েও শুধুই মা-কাকিমার রো’ল, কেন কেন্দ্রীয় চ’রি’ত্রে সু’যো’গ পাননি অদিতি?

নিজের অভিনয় জীবনী ২০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অর্জন করেছেন জাতীয় পুরস্কার। তবে এত ভালো ক্যারিয়ার থাকা সত্ত্বেও ধীরে ধীরে অভিনয় জগত থেকে তিনি দূরত্ব তৈরি করতে শুরু করেন। সফলতার শীর্ষ থাকাকালীন বিয়ে করে অভিনয় ছেড়ে দেন তিনি আর সেটি সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হয়।

বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় আসতে শুরু করে। বিয়ের পর প্রবল আর্থিক সংকটের মুখে পড়তে হয় তাকে। বড় অভিনেত্রী হওয়া সত্ত্বেও হাতে একটি টাকা পর্যন্ত ছিল না অভিনেত্রীর। এখানেই শেষ নয়। যে বিয়ের জন্য তিনি অভিনয় ছেড়েছিলেন সেই বিয়েটাও মাত্র দু বছরের মধ্যে ভেঙে যায়।

স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আরো একবার অভিনয় জগতে ফিরে আসেন তিনি। টেলিভিশন এবং সিনেমাতে আরো একবার চেষ্টা করতে শুরু করেন নিজেকে প্রমাণ করার কিন্তু এবারে ভাগ্য আর সহায় হয় না।

বিয়ের পর যখন তিনি অভিনয় জগতে ফিরতে চান তখন ইন্ডাস্ট্রি তাকিয়ে আর সুযোগ দেয় না। বর্তমানে নিজের সংসার চালানোর জন্য বাড়ি বাড়ি ঘুরে এসে আবার বিক্রি করার ব্যবসা করতে হয় তাকে। একসময়ের একজন দামী অভিনেত্রীর এইরকম অধঃপতন দেখে স্বাভাবিকভাবেই সকলে দুঃখ প্রকাশ করেছেন।