সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিগারেট নিয়ে ফেসবুকে উ’ল্টা’পা’ল্টা উচ্চারণ করে জাতীয় সঙ্গীত দুই বাঙালি মেয়ের, তাদের খুঁ’জ’ছে পুলিশ

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দুই বঙ্গ তরুণীর ভিডিও। এতে দেখা যাচ্ছে ব্যাঙ্গ করে
জাতীয় সংগীত গাইছে দুই বাঙালি তরুণী। একদিকে জাতীয় সংগীতের সুর – তালের কোন ঠিক নেই,অন্যদিকে ভুলভাল শব্দ ব্যবহার করেছে তারা। হাতে আবার সিগারেট।

এমনকি,গানটা কিছুটা করার পরে একজন হাসতে হাসতে বলছে, গাইজ আমাদের ক্ষমা করে দিও । ক্ষমা চাইছি আমরা।এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল ফেসবুকে।

ভিডিওটি ভাইরাল হতেই দ্রুত ওই দুই তরুণীকে গ্রেফতারের দাবি জানিয়ে লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আত্রেয়ী হালদার। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছেও অভিযোগ জানিয়েছেন।

আরো খবর: যে সব কারণে শে’ষে নয় আপনাকে প্রথমেই উঠতে হবে বিমানে!

ইতিমধ্যেই ওই ভিডিয়োটিকে ডিলিট করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে,এবং যে অ্যাকাউন্টটি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেটিও ডিলিট করে দেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার থানার পুলিশ। তরুণীদের বয়স এখনও জানা যায়নি। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে,রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের বাংলার এ কোনও অধঃপতন!

রাজ্যের শিক্ষা ব্যাবস্থার কি হাল? জাতীয় সংগীতের প্রতি সাধারণ জনগণের যে আবেগ তার কি হল? টুইটারে অনেকে এদের দ্রুত শাস্তির দাবিও জানিয়েছেন।