সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে সব কারণে শে’ষে নয় আপনাকে প্রথমেই উঠতে হবে বিমানে!

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে আমাদের প্রধান ভরসা ভারতীয় রেল। কিন্তু বর্তমানে রেল ভাড়ার থেকে সামান্য বেশি ভাড়া দিয়ে নানা প্রাইভেট কোম্পানি মধ্যবিত্তদেরও বিমানে যাত্রা করার সুযোগ করে দিয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন বিমানের মাধ্যমে। এই যাত্রা খুব আরামদায়কও বটে।

এয়ারপোর্টে পৌঁছোনোর পর,বিমানে চাপার আগে আপনাকে কয়েকটি প্রটোকলের মধ্যদিয়ে যেতে হবে। যেমন – সিকিউরিটি চেক, ইমিগ্রেশন, বোর্ডিং ইত্যাদি। এইসব করতে কিছুটা সময় লাগে। তাই অন্তত ২ ঘন্টা সময় হাতে নিয়েই বিমানবন্দরে প্রবেশ করুন। এতে আপনি বাড়তি কিছু সুবিধা পাবেন –

১. প্রথমদিকে ফ্লাইটে ওঠার সুবিধা- আপনি যদি অন্যদের তুলনায় কিছুটা আগেই ফ্লাইটে উঠতে পারেন তাহলে লাগেজে রাখার জন্য ভালো কেবিন স্পেস পাবেন৷ শেষের দিকে বিমান চাপলে লাগেজ রাখার জায়গা পেতে সমস্যা হতে পারে।

আরো খবর: কুড়মি সম্প্রদায়ের জ’ট এখনো কা’টে’নি, রবিবার ৯৫ টি ও সোমবার ৯৩ টি ট্রেন বা’তি’ল, রইলো তালিকা

২. প্রথমে বোর্ডিং করা আরামদায়ক- প্রথমে বোর্ডিং করলে ফ্লাইনাল গেটের সামনে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি নিজের সিট নিয়ে বসে পড়তে পারবেন।

৩. পছন্দের বসার সিট পেতে পারেন- তাড়াতাড়ি বিমানবন্দরে পৌঁছোলে বোর্ডিং পাস নেওয়ার সময় আপনি ক্রু দের অনুরোধ করে উইন্ডো সিট নিতে পারেন।

৪. ফ্লাইট মিস করবেন না- সময় মত বিমান বন্দরে পৌঁছালে ফ্লাইট মিস করার কোন সুযোগই থাকবে না।

৫. সিট আপগ্রেড করতে পারেন- তাড়াতাড়ি বিমান বন্দরে পৌঁছোলে বোর্ডিং করার সময় আপনি আপনার আসন পরিবর্তনের জন্য ক্রু-দের অনুরোধ করতে পারেন। ভাগ্য ভালো থাকলে আপনার সিটটি বিজনেস ক্লাসে আপগ্রেডও হয়ে যেতে পারে।