সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূলের মেঘালয় জয়ের স্ব’প্ন আপাতত স্থ’গি’ত

মেঘালয়ে কংগ্রেসের ভাঙ্গন ধরেছে। এমতাবস্থায় দলের অভ্যন্তরে মাঠে নামছেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। সম্প্রতি জরুরী ভিত্তিতে মেঘালয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন তারা। মেঘালয়ের বিরোধীদলের নেতা মুকুল সাংমা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গোয়াতে কংগ্রেসের পতনের পর থেকেই কার্যত সক্রিয় হয়েছেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। বর্তমানে যেনতেন প্রকারেন মেঘালয় কংগ্রেসের ভাঙ্গন রুখতে তৎপর দলের শীর্ষ নেতা নেত্রীরা। মেঘালয়ে কংগ্রেসের ভাঙ্গন টের পেয়েই তাই রাহুল এবং সোনিয়া বৈঠকের আয়োজন করেন।

এদিকে উত্তর-পূর্বের নেতারা বরাবর এই অভিযোগ জানিয়ে এসেছেন যে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে চেয়েও তার সুযোগ পাওয়া যায় না। এই নিয়ে তাদের অভ্যন্তরে ক্ষোভ দানা বাঁধছিল। সেই ক্ষোভের নিবৃত্তি করতেই সাততাড়াতাড়ি বৈঠকে বসলেন রাহুল সোনিয়ারা।

বৈঠকে বসতে চাইলে দলের শীর্ষ নেতাদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না! এই অভিযোগ উত্তর-পূর্বের কংগ্রেস নেতা-নেত্রীদের বরাবর ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে জরুরি বৈঠকে বসলেন তারা। নতুবা বিরোধী দলনেতার তৃণমূল গমন নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আপাতত তাকে ঠেকানো গিয়েছে বলেই জানা যাচ্ছে।