সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূল দল থাকার, থাকবে। আরো বাড়বে: পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি পরীক্ষার নিয়োগ দুর্নীতিতে তৃণমূল প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন সে কথা সকলেই জানে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি বাড়ি থেকে থরে থরে নোটের বান্ডিল উদ্ধার হওয়ার পর থেকেই দল পার্থকে নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

মন্ত্রিপদ তো অনেক আগেই নিয়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে তার সাথে হারিয়েছে দলের মহাসচিব পদও। ওনার এই মহাসচিব পদটিই আপাতত তুলে দিয়েছে তৃণমূল। কিন্তু পার্থের দলের প্রতি আনুগত্যে কোনও বদল হয়নি। তৃণমূল সচেতন ভাবে দূরত্ব তৈরির চেষ্টা করলেও পার্থ যে তৃণমূলের কাছাকাছিই থাকতে চাইছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে।

বৃহস্পতিবার তা আরও এক বার প্রকাশ্যে এল। এর আগেও জেল থেকে বেরোনোর পথে তাঁকে বলতে শোনা গেছে তৃণমূলের জয় গানই। এই বৃহস্পতি বার আদালতের গরাদ থেকে বার করে পার্থকে আদালতে আনার জন্য একটি গাড়িতে তোলার তোড়জোড় চলছিল। আশপাশে উপস্থিত পুলিশকর্মীরা। পার্থকে ঘিরে ধরে সংবাদমাধ্যম।

আরো খবর: থাকতে হবে বাবার সঙ্গেই! শুনতেই বাবার হাত ছা’ড়ি’য়ে দৌড় শিশুর, এরপর যা হলো আদালতে

এই পরিস্থিতিতে পার্থ গাড়ির দরজা ধরে অভ্যস্ত ভঙ্গিতে বসতে গিয়েই থেমে যান। একটি প্রশ্নের জবাবে মৃদু স্বরে বলে ওঠেন, ‘‘তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।’’ এর আগে একবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তার উপর ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন। দিয়েছিলেন ‘ডিসেম্বর ডেডলাইন’।

সর্বত্র যখন কী হয়, কী হয় ভাব, সেই আবহেও শুভেন্দুর ডেডলাইন উড়িয়ে পার্থই বলেছিলেন, ‘‘তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না। কেউ পারবে না।’’ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে জনতাকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে তিনি যত আনুগত্যই দেখান না কেনো তৃণমূলের তরফ থেকে কোনো আগ্রহ দেখাতে কাউকে দেখা যায়নি।