সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূল নেত্রীর নাম বাংলাদেশের ভোটার লি’স্টে! বি’রা’ট পদক্ষেপ হাইকোর্টের

একুশের নির্বাচনের বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে লড়াই করেছিলেন তৃণমূল নেত্রী আলোরানী সরকার। সেই মহিলা প্রার্থীর নাম রয়েছে কিনা বাংলাদেশের ভোটার লিস্টে! তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ ওঠার পর কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।

শীঘ্রই তাকে দেশ ছাড়া করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিচারপতি বিবেক চৌধুরী ওই তৃণমূল নেত্রীর ইলেকশন পিটিশন খারিজ করে দিয়েছেন। কলকাতা হাইকোর্ট সরকারের বিষয়ে বলতে গিয়ে বলেছে ভারতীয় নাগরিক হিসেবে এবার থেকে নিজেকে আর পরিচয় দিতে পারবেন না তৃণমূলের ওই নেত্রী।

বনগাঁ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট মামলা করেছিলেন আলোরানী। গত বিধানসভা নির্বাচনে স্বপন মজুমদারের কাছে দুই হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। এরপর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার সিদ্ধান্ত নেন আলোরানী।

আরো পড়ুন: বিজেপিতে আসতে চেয়েছিলেন পরেশ! বড় বাঁ’চা বেঁ’চে’ছি বলছে গেরুয়া শিবির

হাইকোর্টে মামলা চলাকালীন বিরোধীপক্ষের আইনজীবী তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি হাইকোর্টকে জানান বাংলাদেশের ভোটার লিস্টে আলোরানী সরকারের নাম আছে। এই তথ্য জেনে কলকাতা হাইকোর্ট আলোরানীকে ভারত ছাড়া করার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখবে বলে জানা গিয়েছে।

আলোরানী সরকারের বিয়ে হয়েছে বাংলাদেশে। তার স্বামী বাংলাদেশে থাকেন বলে জানা গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুনানিতে বলেছেন বাংলাদেশের ভোটার লিস্টে তৃণমূল প্রার্থী আলোরানী সরকারের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

দুই দেশের নাগরিকত্ব নেওয়া উচিত নয়। আলোরানী নিজেকে এই দেশের নাগরিক বলে দাবি করতে পারবেন না। জাতীয় নির্বাচন কমিশনকে নাগরিকত্বের নিয়ম খতিয়ে দেখে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।