সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিয়ালদহ শাখায় টানা ২০ দিন বা’তি’ল থাকবে ট্রেন চলাচল, দেখে নিন তালিকা

আবারো নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে। কারণ শিয়ালদা শাখায় একাধিক লাইনে কাজের জন্য বাতিল করা হচ্ছে ট্রেন। কুড়ি দিন ট্রেন বাতিল থাকবে এছাড়াও দেরিতে চলবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। পূর্ব রেডের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে যার ফলে আবারও হয়রানির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ।

পূর্ব রেল জানিয়েছে ডানকুনি খড়গপুর শাখায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর কিছু কাজ চলছে আর সেই কারণেই রেল চলাচলে বিঘ্ন ঘটবে। জানা গিয়েছে, ওভার ব্রিজের উপর কিছু কাজ চলছে আর তাতেই এই বিপত্তি। প্রতিদিন ২৪০ মিনিট করে বিদ্যুৎ সংযোগ থাকবে না ওই এলাকায়।

বিদ্যুৎ সংযোগ না থাকলে ট্রেন চলাচল সম্ভব নয়। ২৪ মে থেকে ২২ শে জুন পর্যন্ত এমনটাই ভোগান্তির শিকার হতে হবে। শিয়ালদহ বারুইপাড়া এবং শিয়ালদহ ডানকুনি শাখায় বহু ট্রেন বাতিল করা হবে।

ডানকুনি থেকে ৩২২৪৮,৪২২৫০,৩২৪১৩ নম্বরের ট্রেন গুলি বাতিল করা হবে! আবার একইভাবে বারুইপাড়া থেকে ৩২২৪৫,৩২২৪৭ নম্বরের ট্রেন বাতিল করা হচ্ছে। ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অঙ্গা এক্সপ্রেস ৯০ মিনিট দেরিতে চলতে পারে।

এছাড়া দেরিতে চলার সম্ভাবনা রয়েছে মোজাফফরপুর এমএসভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস, পুরি শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস দ্বারভাঙা কলকাতা এক্সপ্রেস দেরিতে চলার সম্ভাবনা রয়েছে । তবে কাজ মিটে গেলে আবারো সচল হবে রেল যোগাযোগ।