সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুঃখজনক ঘ’ট’না, ৩৫ বছর পর বাবার সা’থে সা’ক্ষা’ৎ! মাত্র ১০ মিনিট উপভোগ করলেন খুশি, মৃ’ত্যু ছেলের

বাবা মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না, হয়তো কোনো না কোনো ভুলভ্রান্তি হওয়ার ফলে একে অপরের থেকে দূরে সরে যায় কিন্তু অবশেষে কোনো না কোনো সময়ে সেই সন্তানের সঙ্গে বাবা-মার মিলন ফের হয়। কিন্তু সমস্ত সন্তানদের সঙ্গে তার বাবা-মায়ের মিলনের ক্ষেত্রে অনেক দীর্ঘস্থায়ী হয় তা কিন্তু নয়, সেই সময়টাও হয়ে যায় কিছু মিনিটের। পারিবারিক অশান্তির কারণে ছেলের থেকে বাবা ৩৫ বছর ধরে দূরে,ছেলে এবং বাবা উভয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন কেউ কারো সাথে দেখা করবেন না, কিন্তু কথায় আছে না সন্তানের সঙ্গে বাবা মার টান হলো নারির, তাই যতই বাধা যতই অশান্তির যতই মনোমালিন্য হোক না কেন শেষমেষ সবকিছু মিলে মিশে একাকার হয়ে যায়।

কিন্তু মানুষগুলো হয়তো আমাদের সঙ্গে সারাটা জীবন থাকতে পারে না। কথায় আছে আমাদের সঙ্গে যা ঘটে থাকে সেটা আমাদের ভালোর জন্য কিন্তু এই ঘটনাতে কার ভালো লুকিয়ে আছে সন্তানের না বাবার না বাদবাকি পরিবারের সদস্যদের? ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ,৩৫ বছর একে অপরের থেকে দূরে থেকে অবশেষে যখন বাবা এবং ছেলে একে অপরের সঙ্গে দেখা করলেন, তখন সেই সময়টা হল ১০ মিনিটের। একটি মর্মান্তিক ঘটনা ঘটলো দ্বীপ আইল অফ ম্যানে। মৃত ব্যক্তির নাম পল এবং তার বয়স ৫৬ বছর গোটা ৩৫ বছর ধরে তার বাবার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেননি। পলের সঙ্গে তার বাবার দেখা হয়েছিল ৩৫ বছর পর কিন্তু সেই দেখাও মাত্র ১০ মিনিটের।

জানা গেছে যে আইল অফ ম্যানে মৃত্যু হয়েছে ৫৬ বছর এর পলের। পল একটি মোটরসাইকেল নিয়ে রোড রেসিং করছিলেন এবং সেখানে এরকম একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, কারন স্পিডের কোনোরকম লিমিট ছিল না এবং রাস্তাটাও ছিল যথেষ্ট ভয়ঙ্কর। বাইক চালানোর সময় হঠাৎই সূর্যের আলো পলের চোখে পড়ে এবং যার ফলে চোখের একরকম ধোঁয়াশা দেখতে পান তিনি, হঠাৎই এই কারণেই এত বড় একটি দুর্ঘটনায় আক্রান্ত হন পল।

বাবার সঙ্গে দেখা হয় মাত্র ১০ মিনিট আগে এবং তারপরেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। গোটা ৩৫ বছর পর দেখা করার ফলশ্রুতি এই দশমিনিট হয়েই থেকে যাবে সবার হৃদয়ে।