সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজকের সে’রা ভিডিও, ৭ বছর আ’গে প্রাণ বাঁ’চা’নো’য় সেই ব্যক্তিকে ভালোবাসায় জ’ড়ি’য়ে ধ’র’লো সিংহী

মানুষ এবং সিংহ মুখোমুখি হলে সব সময় রক্তক্ষয়ী অভিজ্ঞতা নাও হতে পারে! মানুষ এবং পশুর মধ্যে ভালোবাসার সম্পর্কও হতে পারে। মানুষ এবং সিংহের মধ্যেও হতে পারে ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকম একটি দৃশ্যের সাক্ষী থাকলেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন মানুষের প্রতি ধীর পায়ে এগিয়ে আসছে একটি সিংহী। আচমকা সে লাফ দিয়ে পড়ে মানুষটির উপর!

এমন দৃশ্য দেখে নেটিজেনরা উঠেছিলেন শিউরে। তবে পরক্ষণেই যা দেখলেন তাতে তাদের চক্ষু চড়কগাছ। তারা দেখলেন সিংহী মানুষটির একটুও ক্ষতি করলো না। উপরন্তু যেন দীর্ঘদিনের বন্ধুকে কাছে পেয়েছে! এমন এক ভাবভঙ্গি দেখা গেল সিংহীর মধ্যে। সে তার বন্ধুকে আদর করে চাটতে লাগলো।

ওই ব্যক্তি আর কেউ নন, একজন বিখ্যাত বন্যপ্রাণী সংরক্ষণকারী। আজ থেকে সাত বছর আগে তিনি চোরা শিকারিদের হাতে অবৈধভাবে বিক্রি হওয়ার হাত থেকে মেগ নামের একটি সিংহীকে বাঁচিয়েছিলেন। সাত বছর কেটে যাওয়ার পরেও মেঘ তার উপকারীকে কিন্তু ভোলেনি। এই ভিডিও দেখে মানুষ এবং পশুর বন্ধুত্বের অভিনব নজিরের সাক্ষী থাকলেন নেটিজেনরা।