সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’চ’ন্ড দা’ব’দা’হে’র কারণে ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার জঙ্গল আ’গু’নে’র গ্রা’সে

গত কয়েকবছর ধরে দাবানলের গ্রাসে শেষ হয়ে যাচ্ছে একেরপর এক বনভূমি। এবার তীব্র দাবদাহে জ্বলছে ইউরোপ ও আফ্রিকার বনভূমি। হিসেব করে কূলকিনারা পাওয়া যাবে না, এত একর জমি ভস্মীভূত হয়ে গেছে দাবানলের করাল গ্রাসে।

পতুর্গাল, স্পেন, ফ্রান্স, গ্রীস সব এলাকার ঠিক একই অবস্হা। একরের পর একর জমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোভাবেই এই দাবানলের আগুন নেভাতে সক্ষম হচ্ছে না। ইতিমধ্যেই আগুন নেভানোর জন্য যুদ্ধকালীন পরিস্থিতি অবলম্বন করা হয়েছে।

দক্ষিণ পশ্চিম ইউরোপের মোট ৪ টি দেশের দমকলকর্মীরা একসাথে আগুন নেভানোর জন্য নেমেছে। এই সবকটি দেশের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন: আইফোনের কারণে নতুনভাবে প্রা’ণ ফি’রে পেলেন ইউক্রেনীয় সেনা, অ’বি’শ্বা’স্য ভিডিও ভাইরাল

তবে সংবাদ মাধ্যমের দ্বারা জানা গেছে, আগুনের গ্রাসে চলে গিয়েছে নাকি১০ হাজার হেক্টর জমি।তাহলে বোঝাই যাচ্ছে সেখানে বসবাসরত পশুপাখী বন্য জীবজন্তুর কি অবস্হা হয়েছে? পর্তুগালের তাপমাত্রা এখন নাকি ৪৭ ডিগ্রীর কাছাকাছি।

এখন প্রশ্ন হল যারা বনাঞ্চলের পাশাপাশি থাকে তাদের ইতিমধ্যেই সড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দূরবর্তী এলাকায়। আবহাওয়া বিদরা কোনো ভালো খবর শোনাতে পারে নি। কারণ এখনই তাপমাত্রা ৪২ ডিগ্রীর নিচে নামবে না।

বৃষ্টির আশাও নেই বললেই চলে। তাই পর্তুগাল এই জ্বলন্ত সমস্যা থেকে এখনই মুক্তি পাচ্ছে না বললেই হয়। এখন চিন্তার বিষয় হল এই দাবানল আরও ছড়িয়ে পরলে আরও সমস্যা দেখা দেবে।

এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নাকি ২৭ হাজার একর জমিতে দাবানল ছড়িয়েছে। তার কারণে ১৪ হাজারের বেশী বাসিন্দাকে ইতিমধ্যেই সড়িয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।