সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যারা ঘু’ষ দিয়ে চাকরি নিয়েছেন তারা ই’স্ত’ফা দিন নির্ধারিত দিনের মধ্যে, নইলে ক’ড়া পদক্ষেপ: বিচারপতি গঙ্গোপাধ্যায়

ইতি মধ্যেই আদালতে জমা পড়েছে এসএসসি দুর্নীতির ফরেন্সি রিপোর্ট। কিন্তু কি রয়েছে সেই রিপোর্টে যা দেখে হতবাক হয়ে গেছেন বিচারপতি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি দুর্নীতির ফরেন্সি রিপোর্ট পেশ করে সিবিআই এবং যা দেখে ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি।

অযোগ্যরা নিজে থেকে যদি ইস্তফা না দেন তাহলে ভবিষ্যতে আর কোন সরকারি চাকরি যাতে তারা না করতে পারে তার জন্য ব্যবস্থা নেবেন আদালত, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। এদিন বিচারপতি অযোগ্যভাবে চাকরিপ্রার্থদের সতর্ক করে বলেন, বেআইনিভাবে চাকরি পাওয়ার সমস্ত প্রার্থীরা চাকরি হারাবেন। যদি সাত নভেম্বরের মধ্যে নিজে থেকে পদত্যাগ না করেন তাহলে ভবিষ্যতে দুঃখ আছে।

যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা আদালতে এসে পদত্যাগ না করেন তাহলে এই প্রার্থীরা যাতে কোনদিন আর কখনো সরকারি চাকরি না করতে পারেন সেদিকে করা পদক্ষেপ নেবেন বিচারপতি। যদি নিজে থেকে ইস্তফা দিয়ে দেন তাহলে বোঝা যাবে তারা নিজেদের ভুল উপলব্ধি করেছেন কিন্তু যদি না করেন তাহলে কড়া পদক্ষেপ নেবেন বিচারপতি এবং আদালত।

আরো পড়ুন: চলতি বছরে বিশ্বের মধ্যে সবথেকে বে’শি বেতন বৃ’দ্ধি হয়েছে ভারতে, চীন-আমেরিকা অ’নে’ক পি’ছি’য়ে: রিপোর্ট

এদিন সিবিআই যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে, গ্রুপ সিতে ৩৪৮১ জন, গ্রুপ ডি তে ২০৮২৩ জন নম্বর বদল করা হয়েছে। একাদশ দ্বাদশ শিক্ষকের ৯০৭ জনের নম্বর বদল করা হয়েছে যাদের মধ্যে ৬৩১ জনের নাম প্যানেলে রয়েছে। নববী এবং দশম নম্বর বদলানো হয়েছে ৯৫১ জনের।