সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই গাছ এক ক’থা’য় “মৃত্যুগাছ”, জেনে নিন

গাছও আবার মানুষ মারে নাকি? আজ্ঞে হ্যা। গাছ তো আমাদের অক্সিজেন জোগায়, সে কখনও মানুষ মারতে পারে? এই ধরনের প্রশ্ন আপনাদের মনে জাগতে বাধ্য। ম্যানশিনীল নামক একটি গাছ যাকে মৃত্যু গাছ বলেও ডাকা হয়।সব জায়গায় এই গাছের সন্ধান তেমন একটা পাওয়া যায় না। এই গাছ কেবলমাত্র ক্যারিবিয়ান সাগরের তটেই দেখতে পাওয়া যায়।

This Tree Is So Toxic, You Can't Stand Under It When It Rains

সাধারণ একটি গাছের মতোই দেখতে এই গাছ যা আপনাকে কখনই মনে করাবে না , যে নিমিষের মধ্যেই প্রাণ সংশয় ঘটাতে পারে এই গাছ। উচ্চতায় ৫০ ফুটের মতো এই গাছ, যা এক দানবীয় রুপ ধারণ করে।স্বাভাবিকভাবেই সেই দেশের মানুষ এই গাছ থেকে দূরে থাকতেই বেশী ভালোবাসে। কারণ এই গাছের ক্ষমতা মারাত্মক, সামান্য সংস্পর্শে এলেই মানব দেহের ত্বক পুড়ে যেতে পারে নিমিষে, এতটাই তার বিষের মাত্রা।

The 'Tree of Death' Lives Up to Its Name | Mental Floss

এই গাছের কষেও রয়েছে বিষ, যা দেখতে একেবারে দুধের মতোই। কমলালেবু বা পাতিলেবুর মতো একটি ফলও থাকে এই গাছে যা দেখতে লোভনীয় হলেও বাস্তবে সেটা না। যদি অজান্তে এই গাছের ফল কেউ খেয়ে নেয় তাহলে তার মৃত্যু অনিবার্য, কারণ ফলের কাজ হল দেহের ভেতরে রক্তক্ষরণ শুরু করে দেওয়া ও তিলে তিলে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।