সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ভারতে ব্যা’হ’ত হলো Jio-র পরিষেবা, সমস্যায় গ্রাহকরা

ফেসবুকের পর এবার জিও। একইভাবে ব্যাহত হলো পরিষেবা। ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার পরিষেবা ব্যাহত হয়েছিল আচমকাই। ঠিক যেমন সোমবার রাতে আচমকা বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। মাত্র কয়েক ঘন্টা বন্ধ থাকার দরুন কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছিল ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গের।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া জুড়ে করা হয়েছিল নানাভাবে ব্যঙ্গ। তবে মাত্র কয়েক ঘণ্টা ইনস্টাগ্রাম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় মানুষ টের পেয়েছিল, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের উপর কতখানি প্রভাব ফেলেছে।

ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম খেলোয়াড় কে এল রাহুল টুইট করে রেখেছিলেন, সোশ্যাল মিডিয়ার এই সমস্যার কারণে আশা করি পরিবারকে এবার সময় দিতে পারবেন। তবে সোশ্যাল মিডিয়া সাইট গুলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তখন ঝড়ের গতিতে আরো একবার চলবে সব কিছু।

এবার টেলিকম বাজারের বিগ বুল বলে পরিচিত জিওর পরিশেবা ব্যাহত হচ্ছে বেশ কয়েক জায়গায়। অনেক জিও ব্যবহারকারী টুইটারে টুইট করে তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। জানা গেছে, অনেক জিও ব্যবহারকারীর পরিষেবা বিঘ্নিত হয়েছে। ফোন করতে না পারার পাশাপাশি ইন্টারনেটও চলছে না ঠিকমত।ফলে টেলিকম সংস্থার প্রতি খানিকটা বিরক্ত হয়ে উঠছেন ব্যবহারকারীরা।