সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অনুব্রত মন্ডলের বাড়িতে CBI

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের চিনার পার্কের বাড়িতে যায়। জানা গিয়েছে, CBI- এর আধিকারিক সেখানে গিয়ে জানতে চান; অনুব্রত সেখানে আছেন কিনা।

অনুব্রত সেখানে নেই জানতে পেরে কখন তিনি বোলপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন তা জানতে চায় সিবিআই। কিন্তু নিরাপত্তারক্ষির কাছ থেকে প্রশ্নের উত্তর না পেয়ে নিজাম প্যালেসে চলে যান সিবিআই আধিকারিকরা।

প্রসঙ্গত, সোমবারই গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে তলব করেছিল সিবিআই। তার আগে রবিবার তৃণমূল নেতা ইমেল মারফত সিবিআইকে জানিয়েছিলেন, সোমবার তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়।

আরো পড়ুন: রামায়ণের কুইজ জি’ত’লে’ন দুই মুসলিম ছাত্র, ঠোঁ’ট’স্থ অযোধ্যা প’র্বে’র সব শ্লো’ক

তাঁর আইনজীবী জানান, অনুব্রত অসুস্থ। রবিবার বীরভূম থেকে কলকাতায় আসবেন। তবে সেটা এসএসকেএমে চিকিৎসা করানোর জন্য। যার জবাবে সিবিআই বলেছিল, এসএসকেএমে চিকিৎসার পরে হলেও নিজাম প্যালেসে জেরার জন্য যেতে হবে অনুব্রতকে।

সিবিআইয়ের সেই ‘নির্দেশ’ পালন না করেই অবশ্য সোমবার বিকেলে বীরভূম পাড়ি দিয়েছেন এসএসকেএম হাসপাতালে ‘প্রত্যাখ্যাত’ কেষ্ট। এনিয়ে ন’বার অনুব্রতকে তলব করল সিবিআই। তার মধ্যে ৮ বার হাজিরা এড়িয়েছেন তিনি। ১ বার কয়েক ঘণ্টার জন্য সিবিআই আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন।