Home বিনোদন মেকআপ রুমে দু’র্ঘ’ট’না’র শি’কা’র, শ’রী’রে’র ৩৫ শতাংশ পু’ড়’লো অভিনেত্রীর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মেকআপ রুমে দু’র্ঘ’ট’না’র শি’কা’র, শ’রী’রে’র ৩৫ শতাংশ পু’ড়’লো অভিনেত্রীর

ইলেকট্রিক শকেটের শর্ট সার্কিটের কারণে গুরুতর ভাবে আহত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশনের অভিনেত্রী শারমিন আঁখি। একটা নতুন শুটিং এর কারণে একাই নিজের মেকআপ রুমে ছিলেন অভিনেত্রী সেখানেই এই দুর্ঘটনা ঘটে। এই রবিবার দুপুরে অভিনেত্রী একাই মেকআপ রুমে পরের দৃশ্যের জন্য একাই রেডি হচ্ছিলেন।

নতুন নাটক ‘অমীমাংসিত প্রেম’ নাটকের কাজ চলছিল। তারপর হটাৎ করে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পায় গোটা ইউনিট। হালকা করে কেঁপে ওঠে গোটা শ্যুটিং সেট। এরপর দেখা যায় মেকআপ রুমের দরজা, জানলা ভেঙে গিয়েছে। পরিচালক আশফাকুল আলম বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি।

আঁখি পরের দৃশ্যের জন্য একাই মেকআপ রুমে রেডি হচ্ছিল। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ—হাত, পায়ের চামড়া পুড়ে গেছে। তখনই আমরা মিরপুর একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করি।’

আরো খবর: টা’কা’র ব’ড্ড অভাব, নিজের বাড়ি ভা’ড়া দি’তে হলো অমিতাভ বচ্চনকে, ভাড়াটিয়া কে?

এছাড়াও অভিনেত্রীর স্বামী নাট্য পরিচালক রাহাত কবির, এই ঘটনার সময় শ্যুটিং সেটের নীচে ছিলেন। তিনি জানিয়েছেন, ‘শব্দ শুনে সঙ্গে সঙ্গে ওপরে যাই। গিয়ে দেখি আঁখির হাত, পা, মুখ পুড়ে ঝলসে গিয়েছে।….পরে চিকিৎসকেরা হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলেছেন, ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। সব মিলিয়ে অবস্থা গুরুতর।’

এরপর তিনি আরো জানান যে, তিনি আঁখিকে জিজ্ঞেস করেন কিভাবে ঘটলো এই ঘটনা। তখন আঁখি জানায়, চুল স্ট্রেট করছিলেন তিনি। এরপর সকেট থেকে স্ট্রেটনারের প্লাগ খোলবার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয়, আর কিছু মনে নেই তাঁর। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা বাথরুমে কোনও কারণে গ্যাস জমে ছিল।

এরপর স্ট্রেটনারের শট সার্কিট থেকে তৈরি বৈদ্যুতিক স্পার্কে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই মেকআপ রুমের একদম লাগোয়া বাথরুমটি। এই নিয়ে একজন সহ অভিনেতা মন্তব্য করেন, ‘একটু সতর্ক হলেই এইসব দুর্ঘটনা এড়ানো যায়, কিন্তু সেদিকে কারুর নজর নেই’। অর্থাৎ সেটের লোকের গাফিলতির কথাই তিনি কিছুটা ইঙ্গিত করেছেন বলে অনুমান করা যায়।