সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সকলকে চ’ম’কে দিলো টাটা গ্রুপের এই একটি শে’য়া’র! এক বছরেই ১ লক্ষ টা’কা বে’ড়ে হ’লো ২৪ লক্ষ টা’কা

বর্তমান বাজারে বুঝেশুনে শেয়ার করতে পারলে লাভের মুখ দেখেন অনেকেই। শেয়ারবাজারে টাটা গ্রুপের টি টি এম এল লাভের মুখ দেখিয়েছে বিনিয়োগকারীদের। একটানা 5 দিন ধরে এই শেয়ারের স্টক আপার সার্কিটে রয়েছে। মাত্র এক বছরের মধ্যে স্টক এর দাম 7.90 টাকা বেড়ে গিয়েছে। বর্তমানে এই শেয়ারের স্টকের দাম 196.96 টাকা।

অর্থাৎ এক বছর আগে যারা এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তারা বর্তমানে 24 লক্ষ টাকারও বেশি ফেরত পাচ্ছেন। টাটা টেলি সার্ভিসেস লিমিটেডের শেয়ার গত শুক্রবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপার সার্কিটে রয়েছে।

গত পাঁচ দিনে পরিসংখ্যান অনুযায়ী 21.48 শতাংশ হারে রিটার্ন দিয়েছে এই শেয়ার বাজার। গত ছয় মাসের পরিসংখ্যান বিচার করলে দেখা যায় এখানে যারা এক লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তারা প্রায় 3 লক্ষ 40 হাজার টাকারও বেশি পেয়েছেন। টাটা তাদের টেলিকম সংস্থাকে পুনরুজ্জ্বীবিত করার কথা ঘোষণা করার পর থেকেই টি টি এম এল এর শেয়ার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

টাটা সন্স এবং টাটা টেলি সার্ভিসেস 28 হাজার 600 কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে। বর্তমানে তারা তাদের গ্রাহকদের ভারতী এয়ারটেলের কাছে স্থানান্তরিত করেছে। এন্টারপ্রাইজ সেগমেন্টটিকে টাটা কমিউনিকেশনের সাথে মেশানো হয়নি।