সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুম্বই এসে এক ভারতীয় বংশোদ্ভূতকে বি’য়ে করার ইচ্ছে ছিলো! মোদির কাছে ম’নে’র ক’থা বললেন বাইডেন

আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথমবার জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখোমুখি বৈঠকে বসলেন। করোনা মহামারী, সন্ত্রাসবাদ ও কোয়াড-সহ একাধিক বিষয়ে ওভাল অফিসে প্রায় ঘণ্টাখানেকের আলোচনায় অংশগ্রহণ করেন উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমেরিকার রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসে।

একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি এদিন উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হাসি ঠাট্টায় মেতে ওঠেন। আমেরিকার রাষ্ট্রপতি তার মুম্বাই শহরের কথা স্মরণ করেন। জো বাইডেন জানান তিনি যখন এর আগে মুম্বাইতে এসেছিলেন তখন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। এরপর তিনি জানতে পারেন ভারতবর্ষে বাইডেন পদবীর অনেকেই বসবাস করেন।

প্রধানমন্ত্রী মোদীও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ২০১৫ ও ২০১৬ সালের সাক্ষাতের কথা স্মরণ করে মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন ভারত এবং মার্কিন মুলুকের সম্পর্ক নিয়ে জো বাইডেনের দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক। এভাবেই পুরনো দিনের কথা স্মরণ করে উভয় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বৈঠকের মাঝে আড্ডাও দেন।

ভারত এবং মার্কিন মুলুকের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এই বৈঠকে কার্যত সারা বিশ্বের নজর ছিল। এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক চলাকালীন জো বাইডেন মন্তব্য করেন, ভারত-মার্কিন সম্পর্ক বিশ্বের অনেক সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রিক শক্তিতে পরিণত হতে পারে।