সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ছবি অনেক মেয়েকে সচেতন করবে, তারা আ’রো স’ত’র্ক হবেন: আদাহ শর্মা

গোটা রাজ্যে বর্তমানে চর্চার কেন্দ্রে রয়েছে কেরালা স্টোরি। এই সিনেমাটি নিষিদ্ধ করেছে বাংলার সরকার। তবে শুধু বাংলায় নয় তামিলনাড়ু এবং কেরালাতেও এই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। এই ছবির পোস্টারে হিজাবের আড়ালে রয়েছেন আদা শর্মা।

যিনি এর আগে কোন সিনেমাতেই তেমন একটা নাম করতে পারেননি তবে এই একটা সিনেমা তাকে নতুনভাবে চিনতে শিখিয়েছে দর্শককে। এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে জানালেন মেয়েদের জীবন বাঁচানো যায় কিভাবে তা শিখিয়েছে এই সিনেমা।

তার অভিনয়ের জন্যও তিনি বারবার প্রশংসা কুড়িয়েছেন। তিনি জানান তার পরিবারের কেউ সিনেমা জগতের সঙ্গে যুক্ত নয় তা সত্ত্বেও তার পরিবার থেকে ভালোবাসা এবং সম্মান পেয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন এতটা স্বপ্ন তিনি আগে কখনো দেখেননি।

আরো খবর: ফ্রিজে রাখা ডিম ভা’লো না খারাপ? না ভেঙেই বো’ঝা’র উপা’য় কি?

কেরালা স্টোরি মুক্তি পাওয়ার পর তার স্বপ্ন একটু একটু করে সত্যি হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেন আমি মেয়েদের সচেতন করব । পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিলেন এক সময় আদা। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি অভিনয় জগতে পা রেখেছেন।

এই ছবিতে জোর করে ধর্মান্তরকরণ লাভ জিহাদের মতন ব্যাপার দেখানো হয়েছে। জোর করে ৩২ হাজার মহিলাকে মুসলিম ধর্মে ধর্মান্তরকরণ করানো হয়েছে। তাদের যোগ দেওয়ানো হয়েছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীতে।

অভিনেত্রী জানান আমার এই চরিত্রটা করতে ভয় লাগেনি আমি শারীরিক এবং মানসিকভাবে যদিও সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। দেশজুড়ে এত বিতর্ক তার মধ্যেও খুব ভালো লাগছে আদার।

এই ছবির মাধ্যমে মেয়েদের সচেতন করেন অল্পবয়সী মেয়েদের দুইবার ভাবতে হবে জীবনে যখনই কোন সিদ্ধান্ত নেবেন তখন ভেবেচিন্তে নেবেন। তিনি আরো বলেছেন সন্ত্রাসবাদ ভয়াবহ তবে কাউকে না কাউকে সত্যিটা বলতেই হবে।