সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোর-ডাকাত সবাই এখন তৃণমূল ক’র্মী! বি’স্ফো’র’ক তৃণমূল বিধায়ক

সম্প্রতি রাজ্যের বিভিন্ন কার্যকলাপ নিয়ে বিরোধীরা সরব হয়েছেন, এবার ঠিক এই পরিস্থিতিতে দলের নেতাই দলের বিরুদ্ধে কথা বললেন, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এদিন তৃণমূলের কর্মীদের চোর এবং ডাকাতের সঙ্গে তুলনা করলেন।

এই আদায় আরও বেশী সুযোগ পেল বিরোধী দলের নেতারা। তারাও এবার দারুন ভাবে মাঠে নেমে পরেছে। মনে করা হচ্ছে একজন তৃণমূল নেতারা এ ধরনের বক্তব্যের পেছনে কারণ রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।

কিছুদিন আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল চুঁচুড়ায়। চুঁচুড়া পুরসভায় অসিত মজুমদারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত প্রেমজিত সাহা এবং স্থানীয় তৃণমূল কর্মী ঝন্টু বিশ্বাসের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।

আরো পড়ুন: একেই বলে ভা’গ্য! ৭ বছর আগে হা’রি’য়ে যাওয়া মানিব্যাগ ফি’রে পেলেন যুবক, কিছুই খোয়া যায়নি!

সেই হাতাহাতি থামানোর জন্য শেষ পর্যন্ত আসতে হয়েছিল পুলিশকে। একজন আরেকজনকে বলছে, বিধবা ভাতা নিয়ে বেআইনি কাজ করে চলেছে ঝন্টু। আবার প্রেমজিতের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ আনা হয় এলাকায়। দুই এর এই ঠেলাঠেলিতে চুঁচুড়ার পরিস্হিতি খুবই শোচনীয়।

এদিকে আবার প্রেমজিতকে মারধর করা হয়েছে, যার কারণে সে এখন হাসপাতালে ভর্তি।সেই কারণেই অসিতের মুখে শোন গেছে, ব্যান্ডেল সহ রবীন্দ্র নগরকে আমি শান্ত করেছি। মানুষদের ওপর এই মারধর আমি সহ্য করব না‌এই বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।