সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভ’য় ও ল’জ্জা’য় গু’টি’য়ে থাকেন এরা! খুব চা’পা স্বভাবের হ’য়ে থাকে এই রাশির লোকেরা

প্রত্যেক মানুষের চরিত্র নির্ভর করে তার নির্দিষ্ট রাশির উপর। রাশিচক্রের প্রত্যেক রাশি জাতকের চরিত্র নিয়ন্ত্রণ করে। রাশিচক্রে এমন চারটি রাশির রয়েছে যে রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাজুক প্রকৃতির হয়।

এদের মধ্যে প্রথমে রয়েছে কর্কট রাশি। এরা নিজের মনের কথা বলতে লজ্জা পান। নিজেদের অনুভূতি সম্পর্কে খোলামেলা কথা বলার চেয়ে অন্যের চাহিদা মেটাতে পছন্দ করেন।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও কর্কট রাশির জাতক-জাতিকাদের মতোই লাজুক স্বভাবের হন। এরা নিজেদের দৃষ্টিভঙ্গি অন্যের সামনে রাখতে ভয় পান।

আরো পড়ুন: জন্মদিনে সাতপাকে বা’ধা পড়লেন নাকি কাঞ্চন-শ্রীময়ী? বিয়ের ধাঁ’চে পোশাক দে’খে হতবাক সকলেই

তাদের মনের কথা কাউকে বলতে পারেন না। এরা যে কোনো বিষয়ে পুরোদস্তুর তদন্ত করার পর সেই কথায় বিশ্বাস করেন।মকর রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংযত এবং গুরুগম্ভীর।

এদের লাজুক স্বভাবের জন্য এরা তাদের চিন্তা ভাবনার কথা অন্যকে জানাতে ভয় পান। অনেক সময় তারা এমন কিছু বলার তাগিদ অনুভব করেন যা হয়তো বলার প্রয়োজন নেই।

মীন রাশির জাতক-জাতিকারা লাজুক স্বভাবের কারণে নতুন মানুষের সামনে কথা বলতে ভয় পান। তারা যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী না হওয়া পর্যন্ত নতুন মানুষের কাছে মনের কথা বলেন না। কিছু বলার আগে গুরুত্বসহকারে চিন্তা করেন। এরা লাজুক এবং শান্ত স্বভাবের হয়ে থাকেন।