সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবন থেকে মিললো গো’প’ন ন’থি, ব্যা’প’ক চা’ঞ্চ’ল্য

বিরাট সমস্যায় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তার বাসভবনে বেশ কিছু গোপন নথি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে চাপের মুখে পড়েছেন তিনি। আমেরিকার অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার এই বিষয়ে একটি তদন্ত করবার জন্য স্বাধীন কাউন্সিল তৈরি করেন। বিবৃতি প্রকাশ তিনি জানান ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত করা মেরিল্যান্ডের প্রাক্তন এটর্নী জেনারেল রবার্ট হুর এই বিষয়টি তদন্ত করবেন।

এই নথিগুলি বাইরের কিংবা তার সহকারীরা ভুল পথে ব্যবহার করেছেন কিনা তাও দেখা হবে। শিকাগো ফেডারেল প্রসিকিউটার জন লস এই ব্যাপারে নেতৃত্ব দেবেন বলেও জানা গিয়েছে। গারল্যান্ড বলেন রবার্ট হুর বরাবর অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তাই নিজের দায়িত্ব তিনি বেশ ভালোভাবে পালন করবেন বলেই তার বিশ্বাস।

এদিকে রবার্ট একটি বিবৃতি প্রকাশ করে জানান তিনি গোটা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করবেন। বাইদেনের আইনজীবীদের রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবনে এবং গ্যারেজে এই গোপন নথি আবিষ্কৃত হয় তার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় চিরুনি তল্লাশি। তবে এখনো পর্যন্ত কি কি নথি আবিষ্কৃত হয়েছে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি।

আরো খবর: ১৯ জানুয়ারি বি’য়ে’র পিঁ’ড়ি’তে বসছেন ছোটপর্দার ঊষসী, পা’ত্র কে?

হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায় যে গোপন নথি গুলি পাওয়া গেছে ওয়াশিংটনে সেগুলি ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালের। ওই সময় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। রবিবার রাষ্ট্রপতি মেক্সিকোতে জানান তার অফিসে যে নথি পাওয়া গিয়েছে এটা শুনে অবাক হয়েছেন।

তিনি জানতেন না তার অফিসে কি কি কাগজপত্র ছিল তাই সমস্ত রকম ভাবে তিনি সাহায্য করবেন তদন্তে। তিনি আরো বলেন এখনো পর্যন্ত কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত হননি বলেই বিশ্বাস করেন তিনি। যদি দেশের কাছে তিনি কোনোভাবে অন্যায় করে থাকেন তার জন্য যে কোন শাস্তি মাথা পেতে নেবেন বলেও অঙ্গীকারবদ্ধ হন জো বাইডেন।