সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

TET পরীক্ষা দি’তে যাওয়ার সময় এই কথাগু’লো মাথায় অবশ্যই রাখতে হ’বে!

অবশেষে বহু টালবাহানার পর আগামী ১১ ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট। রবিবার দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষার জন্য এডমিট কার্ড বিতরণ শুরু হয়ে গিয়েছে। আর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গোটা রাজ্য জুড়ে চলছে নানান চাপানউতোর। তখন বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে রয়েছে বিভিন্ন বিধি-নিষেধ। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রেই রয়েছে একগুচ্ছ নিষেধাজ্ঞা।

আর পরীক্ষা কেন্দ্রের ভিতরে রয়েছে দ্বিগুণ নিয়মবিধি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য পর্ষদ wbbpe.org থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে। বৈধ এডমিট কার্ড নিয়ে তবেই ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে, যেখানে দেওয়া থাকবে সিট নাম্বার।নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে।পরীক্ষা শুরু হওয়ার অন্তত দুই ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।

কোন স্টেশনারি বস্তু লেখা বা ছাপানো জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। পেন্সিল বক্স প্লাস্টিকের পাউচ ক্যালকুলেটর স্কেল পেনড্রাইভ ইলেকট্রনিক পেন বা স্ক্যানার কার্ডবোর্ড কিছুই নিয়ে যাওয়া যাবেনা। এছাড়া মোবাইল ফোন ব্লুটুথ ইয়ারফোন মাইক্রোফোন হেলথ ব্যান্ড এসব নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রে। কোন হাত ঘড়ি বা ইলেকট্রনিক ঘড়ি পরীক্ষা কেন্দ্রের ভিতরে নিয়ে প্রবেশ করা যাবে না।

আরো খবর: আজ শুক্রবার, দেখে নিন আপনার দিনটি কেমন কা’ট’বে, রইলো রাশিফল (09.12.2022)

ক্যামেরা ওয়ালেট হ্যান্ডব্যাগ সোনার গয়না সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন ধূমপান বা গুটখা জাতীয় কোন দ্রব্য ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রের ভিতর চা কফি বা ঠান্ডা পানীয়র খাওয়ার বা ব্যবহারে থাকবে না কোনো অনুমতি। এছাড়া কোনরকম অসদুপায় বা বেআইনি পদক্ষেপ গ্রহণ করলে তার বিরুদ্ধে মিলবে যথাযথ শাস্তি।