সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এইসব জাতীয় সড়ক গুলো ভু’তু’ড়ে! রাতের বেলায় গা ছ’ম’ছ’মে পরিবেশ, জেনে নিন

ভূতে বিশ্বাস থাকুক বা না থাকুক ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে? তবে অনেকেই আছেন যারা আবার স্বচক্ষে ভূত দর্শন করেছেন! অনেকে আবার স্বচক্ষে ভূত দর্শন করতেও চান। যদি সত্যি সত্যি ভূতের দেখা পেতে চান তাহলে তার জন্য অনেক দূরে আপনাকে যেতে হবে না। এই ভারতবর্ষের মধ্যে এমন বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে গেলে নাকি ভুতের দেখা পাওয়া যায়। আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু জাতীয় সড়কের কথা বলব, যেখানে রাস্তায় ভুতের দেখা মিলেছে।

দিল্লী -জয়পুর হাইওয়ে : এই রাস্তার ঠিক উপরেই রয়েছে ভানগড় দুর্গ। ভানগড় দুর্গের ভুতুড়ে কার্যকলাপের খবর প্রায় সকলেরই জানা। এই রাস্তাটিও কিন্তু কম অভিশপ্ত নয়। এখানে পথচারীরা প্রায়ই এমন এমন বেশ কিছু দৃশ্যের সাক্ষী থেকেছে যে দৃশ্যের কোনও বাস্তবসম্মত ব্যাখ্যা মেলে না।

২ লেন ইস্ট কোস্ট রোড, চেন্নাই-পন্ডিচেরি : এই রাস্তায় এতদিন বহু দুর্ঘটনা ঘটেছে। পথচারীদের মধ্যে অনেকেই নাকি এই রাস্তায় সাদা শাড়ি পরা একজন মহিলাকে ঘুরে বেড়াতে দেখেছেন!

এন এইচ ২০৯, তামিলনাড়ু : এক সময়ে রাস্তার উপর দাপট চালাত কুখ্যাত ডাকাত বীরাপ্পান। তবে বীরাপ্পানের মৃত্যুর পরেও এই রাস্তাকে কেন্দ্র করে ভয় এখনো কমেনি। আজও ওই রাস্তায় বহু ভুতুড়ে কর্মকাণ্ড ঘটে। স্থানীয় মানুষের বিশ্বাস, বীরাপ্পানের আত্মাই এমন কাণ্ড ঘটিয়ে থাকে।

খুনি নালা, জম্মু -শ্রীনগর হাইওয়ে : এই নালার উপরে বহু দুর্ঘটনা ঘটে। শোনা যায় এখানে নাকি একজন মহিলা আত্মহত্যা করেছিলেন। যিনি সন্তান প্রাপ্তির আশায় ছিলেন। চালকেরা একটু অন্য মনস্ক হলেই এখানে অতর্কিতে দুর্ঘটনা ঘটে যায়।