সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বাসগুলোকে রাস্তায় না’মা’নো যা’বে না, ক’ড়া নি’র্দে’শ দিলেন ফিরহাদ হাকিম

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম যে সমস্ত বাসের ফিটনেস সার্টিফিকেট নেই সমস্ত বাসকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন। ধর্মতলায় ফের বাস দুর্ঘটনার পর ফের RTO কে কঠোর নির্দেশ পরিবহনমন্ত্রীর।

কলকাতার পুলিশ কমিশনারকেও ফোন করে এদিন মন্ত্রী বলেন রাস্তায় চলাচলকারী ‘ইনভ্যালিড’ বাস ধরতে বিশেষ অভিযান চালাতে। কিছুদিন আগেই শহরের বুকে ঘটে যায় আরও একটি বাস দুর্ঘটনা। বৃষ্টির মধ্যে সেদিন ফোর্ট উইলিয়ামের সামনে উল্টে যায় একটি বাস। দুর্ঘটনায় একজনের মৃত্যুও হয়।

সেই সময়ই কড়া নির্দেশ দেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম । জানিয়েছিলেন, অসুস্থ, লাইসেন্স ফেল হওয়া, ‘আনফিট’ যে বাসগুলি রাজপথে দৌড়াচ্ছে তাদের গতিতে লাগাম টানতে হবে। বাজেয়াপ্ত করতে হবে বাসগুলিকে।

এদিন ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের সামনে একটি মিনিবাস উল্টে যায়। দুর্ঘটনার কবলে পড়েন শিশু সহ প্রায় ৩০ জন যাত্রী। পরে বাসটির নথিপত্র যাচাইয়ের পর উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তিন বছর আগেই বাসটির ইনসিওরেন্স ফেল হয়ে গিয়েছিল। রবিবার বিকেলে দুর্ঘটনার পরই কড়া বার্তা দেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ।