সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুর্গাপুজোর ১ মাস আগেই বি’শা’ল মিছিল হ’বে, মহিলারা দেবেন উলুধ্বনি, বা’জ’বে শঙ্খ: মমতা ব্যানার্জি

ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ সম্মান পেয়েছে বাংলার দুর্গাপুজো। এই সম্মান পেয়ে উদ্ভাসিত হয়ে উঠেছেন বাঙালিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবার এক মাস আগে থেকেই রাজ্যে পূজার উদযাপন শুরু হয়ে যাবে। তিনি জানিয়েছেন এক মাস আগে এই রাজ্যে বিশাল মিছিল হবে। রাজ্যের মহিলারা তার নেতৃত্ব দেবেন।

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হচ্ছিল। রাজ্যের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন বাংলা কি পারে না তাই এবার দুর্গাপুজোয় দেখাতে হবে। দুর্গা পুজো কমিটির সদস্য হিসেবে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন তিনি।

দুর্গাপূজার উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আগামী দিনের কর্মসূচিও জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনি করে মিছিল এগিয়ে নিয়ে যাবেন। এক মাস ধরে চলবে মিছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা নিজেদের মতো করে প্রার্থনা করবেন।

মুখ্যমন্ত্রী বলেছেন সংখ্যালঘুরাও এই মিছিলে শামিল থাকবেন। শঙ্খ,উলুধ্বনি কাকে বলে এবার সারা বিশ্বকে দেখাবে বাংলা। উল্লেখ্য বাংলার দুর্গাপূজা মানেই এক অনবদ্য আকর্ষণ। ভিনদেশ এবং রাজ্য থেকে সকলের ছুটে আসেন বাংলার ঐতিহ্যের সাক্ষী হতে।