সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েতে খেলার কো’নো গল্প নেই, কিসের বা’র্তা দেবাংশুর মু’খে?

পঞ্চায়েতে এবার আর কোনো খেলা নয়, খেলা হবে লোকসভা ভোটে। গতকাল সোমবার পূর্ব মেদিনীপুর জেলার একটি সভায় দাঁড়িয়ে এমন কথাই বলেন দেবাংশু ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের বরোজ ও অর্জুননগর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল।

তার কথা অনুযায়ী পঞ্চায়েত ভোট নিয়ে ভাবনার কিছুই নেই, তারা এক প্রকার জয়ী হয়েই বসে রয়েছে। তাই পঞ্চায়েত ভোটে খেলার কিছু নেই, যা খেলা হবে লোকসভা ভোটে। তার কথা মতো একুশের বিধানসভাতে বিজেপি ছাপ্পা ভোট দিয়ে আসন দখল করেছে।

তিনি বলেন, বিজেপির ছাপ্পা বিধায়ক ভাবছেন পঞ্চায়েত ভোটে তো গোহারা হেরেই বসে আছি, তাই গুন্ডা সন্ত্রাস পথকেই বেছে নেই। এর সাথে তিনি আরও বলেন, তৃণমূল ফাঁকা মাঠেই গোল দেবে, কারন তৃণমূলের সামনে দাড়ানোর কেউ নেই। তাই পঞ্চায়েত নিয়ে ভাবার দরকার নেই। খেলা হবে লোকসভাতেই।

আরো খবর: আমেরিকায় ধুমধাম করে পালন করা হয় “শ্রেয়া ঘোষাল ডে”, কারণ জানলে গর্ব হবে আপনার

মেদিনীপুর ও তমলুকে যে দুটো উইকেট আছে, সেটাকেও এবার ফেলার সময় এসে গেছে। সেখানেকার দুজন সাংসদ নিজেরাই জানে না, কোন দল তারা করে। তাই অত ভাবার দরকার নেই। কেবলমাত্র আপনারা পঞ্চায়েতের মাধ্যমেই দিদির সমস্ত প্রকল্প আপনাদের কাছে পৌছোতে পারবে।