সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জা’মি’ন দেওয়ার কেউ নেই! আরিয়ান ফিরলেও জেল থেকে মুনমুনের বাড়ি ফে’রা এখনো অনিশ্চিত

৩ অক্টোবর মুম্বইয়ের কর্ডেলিয়া ক্রুজ থেকে মাদক মামলায় ধরা পড়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান সহ মোট ৮জন। প্রায় এক মাস পর জামিন পেয়েছেন আরিয়ান। সূত্রের খবর, তাঁর জামিনদার হয়েছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। মুম্বাই এর ক্রুজ রেভ পার্টি থেকে আরিয়ানের সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মুনমুন ধামেচা। কিন্তু, তিনি এখনও জেলে বন্দী। তাঁর কোনও জামিনদার নেই। তাই মাদক মামলায় তাঁর জামিন মঞ্জুর হওয়া সত্ত্বেও শনিবারও জেল থেকে ছাড়া পেলেন না মুনমুন।

গ্রেফতারের পর আরিয়ান ও আরবাজকে আর্থার জেলে রাখা হয়েছিল। যেহেতু, সেখানে মহিলাদের কোনও সেল ছিল না তাই বাইকুল্লা জেলে আটকে রাখা হয় মুনমুনকে। অবশেষে বোম্বে হাইকোর্ট ২৮ অক্টোবর আরিয়ান ও আরবাজের সাথে মুনমুনের জামিনও মঞ্জুর করেছিল। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে, এক লক্ষ টাকা ও কোনও জামিনদারের গ্যারান্টির বিনিময়ে তাঁদের জামিন দেওয়া হবে।

এরপর আরিয়ান ও আরবাজের জামিন পেতে কোনও সমস্যা হয়নি। আরিয়ানের হয়ে গ্যারান্টি দিয়েছিলেন অভিনেত্রী জুহি চাওলা। তারপরই জেল থেকে ছাড়া পান আরিয়ান। আর প্রায় একমাস পর ছেলে বাড়ি ফেরায় খুশি হয়েছে শাহরুখ পরিবার, সেই খুশিতে দীপাবলির আগে আলোয় আলোয় সেজে উঠেছে শাহরুখের মন্নত।যদিও জেল থেকে ফিরেও বাড়ির বাইরে বেরোনোয় কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের। অন্যদিকে আরবাজও ছাড়া পেয়ে গিয়েছেন।

কিন্তু জামিনদার পাননি মুনমুন। তাই জামিন মঞ্জুর হওয়ার পরও বেজায় সমস্যায় পড়েছেন তিনি। এখন তিনি কীভাবে জেলের বাইরে বেরোবেন তা নিয়ে বেশ চিন্তায় পড়েছেন। মুনমুন ধামেচার বয়স ৩৯ বছর। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের সাগর জেলায়। সূত্রের খবর, তাঁর মা গত বছর মারা গিয়েছেন, আর তাঁর বাবা অমিত কুমার ধামেচার মৃত্যু হয়েছে কয়েক বছর আগে।দাদা প্রিন্স ধামেচা কর্মসূত্রে থাকেন দিল্লিতে। তাই তাঁর পরিবারের কেউই এখন সেখানে আর থাকেন না।

পেশায় মুনমুন একজন মডেল। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ মুনমুন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সও রয়েছে অনেক। ২২ সেপ্টেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন। তাই আপাতত মুনমুনকে শুধুমাত্র ১ লক্ষ টাকার বিনিময়ে জেল থেকে ছাড়ার আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। তাঁর আইনজীবীর মতে, এই মাদক মামলায় সবথেকে বেশি ভুগতে হয়েছে মুনমুনকে। আইনজীবীর তরফে করা আবেদন মঞ্জুর হলে তবেই তিনি জেল থেকে ছাড়া পাবেন বলে জানা যাচ্ছে। রবিবার আদালতের তরফে কী নির্দেশ দেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি।