সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবী ছা’ড়া আরো ৬০ টি গ্রহে প্রাণের অ’স্তি’ত্ব থাকার সম্ভাবনা রয়েছে! দা’বি ভারতীয় গবেষকদের

পৃথিবী ছাড়াও আমাদের গ্যালাক্সিতে আরো অনেক গ্রহ রয়েছে, কিন্তু সেই সব গ্রহ গুলির মধ্যে কোনটি তে রয়েছে নতুন প্রাণের উৎস? তারই খোজ চালাচ্ছে বিজ্ঞানীরা, ইতিমধ্যেই প্রাণের সন্ধান খুঁজে বের করার দারুন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা। অতীতে সেই সব গ্রহ তে আদৌ কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে, তবে আমরা সবাই জানি এই তালিকায় সব থেকে ওপরে রয়েছে মঙ্গল গ্রহ।

এদিকে আবার পৃথিবীর উপগ্রহ কে ভুলে গেলেও চলবে না, চাঁদের মাটিতে বিজ্ঞানীরা আশার আলো দেখতে পাচ্ছে বলেই মনে করা হচ্ছে।এইসব গ্রহ নিয়ে বিজ্ঞানীদের চর্চা আজকের থেকে নয়, বহুকাল থেকে চলে আসছে এদের নিয়ে গবেষণা ও প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়ানো।

এইসব ছাড়াও 2 জন ভারতীয় বিজ্ঞানী, শুনে হয়তো অবাক হয়ে যাবেন, একটি বা দুটি নয় একেবারে ৬০ টি প্রাণের অস্তিত্ব সহ অজানা গ্রহের খোঁজ পেয়েছে বলে জানা যাচ্ছে। এতো সহজেই কি তারা খুঁজে পেল এই গ্রহ গুলো? আজ্ঞে না, জানা যাচ্ছে মোট ৫০০০ গ্রহের মধ্যে ৬০ টি গ্রহ খুঁজে নেওয়া হয়েছে।

তবে তার জন্য ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি মাল্টি স্টেজ Memetic Binary Tree Anomaly Identifier (MSMBTAI)- । মনুষ্য বসবাসের উপযোগী গ্রহ, সেটা যেন পৃথিবী থেকেও বেশি আরামদায়ক, কিংবা পৃথিবীর মতোই হয়। সেইসব গ্রহ খুঁজে বের করার প্রতিযোগিতা চলছে বহু বছর ধরে, ঠিক এর মধ্যেই এমন সন্ধান স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে বিজ্ঞান মহলে।

আরো পড়ুন: ডাকাতির টা’কা দুহাতে উড়িয়ে শাশুড়িকে ফ্ল্যাট ও প্রেমিকাকে iphone গি’ফ্ট প্রেমিকের

এইসমস্ত বিজ্ঞানীরা একেবারে অন্য ধারায় এই খোঁজ চালিয়েছে, যেখানে তারা ব্যবহার করেছে একটি novel multi-stage memetic algorithm (MSMA)- ।এটি অবশ্য একটি টুলের মতো কাজ করবে , মানুষের বসবাসের জন্য উপযোগী কিনা সেটা দেখা যাবে ও বোঝা যাবে এই টুলের মাধ্যমে।

আরো পড়ুন: দেশে আ’স’ছে হাক্সভার্না ভেক্টর, এবার ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চা’লা’নো যাবে এই স্কুটি

মোট কথা সেই টুলৈর মাধ্যমে বিজ্ঞানীদের দৃষ্টি কোণের বদল ঘটিয়েছে তারা। আমরা পৃথিবীতে বসবাস করি ,তার জন্য সেই পৃথিবীর বিভিন্ন বৈশিষ্ট্য মাথায় রেখে , হাজার হাজার গ্রহের ওপর খোঁজ চালানো হয়েছে যার মধ্যে নতুন ৬০ টি গ্রহ খুঁজে বের করা হয়েছে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমকে ব্যবহার করেই এই খোঁজ চালিয়েছে তারা।।