Home অফবিট টেডি বিয়ারদের জন্য রয়েছে আস্ত হাসপাতাল!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টেডি বিয়ারদের জন্য রয়েছে আস্ত হাসপাতাল!

শরীর থাকে মানুষ অসুস্থ হবেই এটাই স্বাভাবিক। শুধু মানুষ কেন অসুস্থতা লক্ষণ দেখা যায় পশু পাখিদের মধ্যেও। পুতুলের মধ্যেও যে অসুস্থতার লক্ষণ রয়েছে তা কি জানেন? জানেন কি পুতুলদের অসুস্থতার জন্য রয়েছে একটা আস্ত হাসপাতাল! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! পুতুলদের জন্য রয়েছে একটা হাসপাতাল যার নাম টেডি বিয়ার্স ক্লিনিক!

এই হাসপাতালে কোন মানুষ কিংবা পশুপক্ষী নয় কেবলমাত্র চিকিৎসা করানো হয় টেডি বিয়ারদের। কি ভাবছেন আবোল তাবোল বকছি একেবারেই নয়। বরং সত্যি সত্যি বেলজিয়ামের রাজধানী ব্রাজিলসে এমন হাসপাতাল রয়েছে।

সেখানে এই ব্যতিক্রমী চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে বেলজিয়াম সরকারের সহায়তায়। সেখানে শিশুরা তাদের খেলার পুতুল নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য তাদের খেলার পুতুলের নানান রকম শারীরিক সমস্যা, জ্বর সর্দি কাশি কিংবা পেটে ব্যথার সবকিছু চিকিৎসা করা হয় ওখানেই।

আরো খবর: বাড়ির উত্তর না দক্ষিণ! কোন দিকে স্বস্তিক চি’হ্ন আঁ’কা অ’ত্য’ন্ত শু’ভ?

হাসপাতাল সম্পর্কে শিশুদের যে ভয় তা দূর করতেই এই হাসপাতাল চালু করা হয়েছে বলে জানিয়েছে বেলজিয়াম সরকার। টেডি বিয়ারস ক্লিনিক নামের হাসপাতালটি অবস্থিত বেলজিয়ামে এখানে ৪ থেকে ৭ বছর বয়সী শিশুরা তাদের টেডি বিয়ারের চিকিৎসা করাতে চলে আসে।

শিশুরা তাদের চিকিৎসা করতে পারেন তাদেরকে ইনজেকশন দেওয়া হয় এমনকি অপারেশন করানো হয়। এছাড়া এক্সরে আল্ট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাম সমস্ত কিছুই করানো হয়।স্বেচ্ছাসেবক কয়েকজন চিকিৎসক রয়েছেন তারাই ওই টেডি বিয়ারদের চিকিৎসা করেন।