সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৯,৩০০ কিমি গতিবেগে চাঁদে ধা’ক্কা খা’বে চীনা রকেটের ধ্বংসাবশেষ, কি প্র’ভা’ব পড়বে বি’শ্বে?

মহাকাশে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলছে। কিছু জিনিস হয় প্রাকৃতিক নিয়মে আবার কিছু হয় মানবিক কার্যকলাপের দরুন। এবার এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে মহাকাশে। ইতিমধ্যে মহাকাশে রকেট অভিযান সম্পূর্ণ করে সফল হয়েছে রাশিয়া চীনসহ অন্যান্য দেশ।

এই রূপেই 2015 সালে লুনার মিশনের অংশ হিসেবে মহাকাশে রকেট পাঠায় চীন। একটা সময়ের পর এই রকেট ধ্বংসপ্রাপ্ত হয়। জানা যায় এর একটা অংশ প্রবল বেগে ধেয়ে আসছে চাঁদের দিকে। এই ঘটনা বিজ্ঞানীমহলে দুশ্চিন্তার সৃষ্টি করে । জানা যায় বিজ্ঞানীরা আগে এটিকে এলোন মার্কসের স্পেস এজেন্সির অংশ বলে ভুল করেছিল।

অবশ্য পরে তারা জানতে পারে এটি চীনের ই। যদিও করোনার মতো চীন এই ব্যাপার অস্বিকার করে দিয়েছে। ৯৩০০ কিমি বেগে ধেয়ে আসা এই অংশ চাদে আছড়ে পড়তে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করেছেন। বিজ্ঞানীরা অনেক দিন থেকেই এই ধ্বংসপ্রাপ্ত রকেট টিকে ট্র্যাক করেছিল। কিন্তু একটা সময়ের পর রকেট থেকে আর দেখা যাচ্ছিল না।

আরো পড়ুন: গাড়ির বিক্রি বা’ড়া’তে গ্রামে গ্রামে TATA খু’ল’ছে “অনুভব” শোরুম

ইউরোপীয় স্পেস এজেন্সি জানায় প্রায় 36500 টুকরো আছড়ে পড়বে চাঁদে। এই প্রথমবার এমন ঘটনা ঘটতে চলছে বলে জানান বিজ্ঞানী মহল। এই নিয়ে বিজ্ঞানী মহল যথেষ্ট চিন্তিত আছেন।

ইউকের স্পেস এজেন্সি ইতিমধ্যে নতুন প্রযুক্তি আবিষ্কার করতে চলেছে যাতে এমন দুর্ঘটনা আটকানো যায়।কয়েক কোটি গর্তের সাথে চাঁদে আরো একটি গর্ত সৃষ্টি হওয়ায় এর প্রভাব কি আসতে চলেছে এই নিয়ে বিজ্ঞানীমহলে এখনো তা ধোঁয়াশার বিষয়।