সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব কোম্পানীর মু’খে কুলুপ! মাত্র ৪ হাজার টা’কা’য় 4G ফোন ল’ঞ্চ করলো Nokia, দেখে নিন

স্মার্টফোনের দুনিয়ার নতুন চমক নিয়ে হাজির নোকিয়া কোম্পানি। এবার নোকিয়া কোম্পানির তরফ থেকে এমন এক নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে যে স্মার্টফোনে 4জি ফিচার পাওয়া যাবে তাও মাত্র 4000 টাকারও কম দামে! বাজার ধরতে কোম্পানির তরফ থেকে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের অক্টোবর মাসে এইচএমডি গ্লোবাল 349 ইউয়ান অর্থাৎ 4109 টাকার বিনিময়ে নোকিয়া 225 4জি ফিচার সম্বলিত ফোন লঞ্চ করেছিল। এক বছর যেতে না যেতেই ওই একই কোম্পানির ফোনের নতুন ভার্সন লঞ্চ করেছে যেটাকে বলা হচ্ছে নোকিয়া 225 4জি পেমেন্ট সংস্করণ। অর্থ প্রদানের সুবিধা রয়েছে এই ডিভাইসের মধ্যে।

Nokia launches 2 feature phones with 4G support in India: Price, features  and more | Technology News – India TV

গ্রাহকদের একশন কী দিয়ে অ্যালিপে ওয়ালেট অ্যাক্সেস করতে হবে ফোনটি। ফোনটি আপাতত কালো, নীল এবং স্যান্ড গোল্ড রংয়ে পাওয়া যাচ্ছে। পুরনো সংস্করণের সঙ্গে নতুন সংস্করণের পার্থক্য শুধু পেমেন্ট ফাংশানের। একশন কী দিয়ে ফাংশন খোলার পরে অথবা মেনুতে পেমেন্ট অপশনে নেভিগেট করে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর পেমেন্ট কোডে ক্লিক করতে হবে।

2.4 ইঞ্চি স্ক্রিন, ইউএনআইএসওসি প্রসেসর দ্বারা চালিত এই ফোনে 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ফোনের পিছনে রয়েছে 3 মেগাপিক্সেল ক্যামেরা, টর্চলাইট, কুইক ডায়ালিং, ভয়েস রেকর্ডার, এক্সটার্নাল রেডিওর সুবিধাও পাওয়া যাবে এই ফোনে। আপাতত অফারে 309 ইউয়ান অর্থাৎ 3,586 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন।