সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গো’টা বিশ্ব ১০০ বছর ধ’রে এই ভু’ল তথ্যটি ঠিক জে’নে এসেছে! মি’ল’লো চাঞ্চল্যকর রি’পো’র্ট

এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে মাচুপিচুর নাম জেনে এসেছি আমরা। প্রাচীন ইনকা সভ্যতার নিদর্শন মাচুপিচু মানব সভ্যতার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।

তবে সাম্প্রতিক একটি গবেষণায় জানা যাচ্ছে এতক্ষণ ধরে আমরা যে নিদর্শনকে মাচুপিচু নামে জেনে এসেছি তার নাম আদতে ঠিক নয়। সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হচ্ছে 100 বছর ধরে ইনকাম সভ্যতার এই নিদর্শনকে এতদিন ভুল নামে জেনেছি আমরা।

জার্নাল অফ ইন্সটিটিউট অফ আন্ডিয়াব স্টাডিজে দাবি করা হয়েছে 100 বছর ধরে ইনকা সভ্যতার নিদর্শন কে ভুল নামে ডাকা হয়েছে। তার আসল নাম মাচুপিচু নয়, হুয়ায়না পিচু।

আরো পড়ুন: জীবনের তো’য়া’ক্কা না করে জ্বলন্ত বাড়ি থেকে উ’দ্বা’র শিশুকে, পুলিশকর্মীকে স্যালুট নেটদুনিয়ার

আমাদো গোনজোলস ও ব্রায়ান এস বাউয়াররা তাদের গবেষণায় এই তথ্য তুলে ধরেছেন। হুয়ায়না শব্দের অর্থ হলো নতুন বা যুব। পিচু শব্দের অর্থ হলো শৃঙ্গ। এতদিন এই শৃঙ্গকে পুরনো শৃঙ্গ বলে ‌ দাবি করা হয়ে এসেছে।

গবেষণা অনুযায়ী সেখানে মূলত নতুন শৃঙ্গের এলাকা হিসেবে পরিচয় পাওয়া দরকার। আগস্ট মাসের এই গবেষণায় কিছু ভুলত্রুটি শুধরে দেওয়া হয়েছে। চৌদ্দশ কুড়ি সালে এই নগর স্থাপন করা হয়েছে।

এরপর স্পানিয়ার্ডসরা ইনকাদের উপরে আক্রমণ করে। এতে সভ্যতা ধ্বংস হয়ে যায়। 1911 সালে মার্কিন ভূপর্যটক হিরাম এই এলাকা আবিষ্কার করেন। এই শৃঙ্গের নাম কারণে তিনটি মূল উৎসের উপরে নির্ভর করা হয়েছিল।

পর্যটকদের তথ্য, উপনিবেশিক যুগের নানা তথ্য এবং বিংহাম ফিলড রিপোর্টের উপর ভিত্তি করে এই শৃঙ্গের নামকরণ করা হয়। তাতেই জানা যায় 1588 সালে এই নিদর্শনের নাম রাখা হয়েছিল হুয়ায়না পিচু।

গবেষকরাও এই স্থানের নাম পরিবর্তনে রাজি নয়। বিগত 100 বছর ধরে এই স্থানকে সকলেই যে নামে চিনে এসেছেন সেই নামই বজায় থাকুক। এমনটাই চাইছেন সকলে।