সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এপ্রিলের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দি’লো হাওয়া অফিস, গরম-বৃষ্টি না ঝড়ের তা’ন্ড’ব?

গত ১২২ বছরের মধ্যে সবথেকে বেশী উষ্ণতম মার্চ মাস ছিল ২০২২ এর মার্চ মাস। যা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ২০১০ সালের মার্চ মাসের সাথে যদি তুলনা করা যায়, তাহলে সেটাকেও ছাড়িয়ে ফেলেছে ২০২২ সালের মার্চ মাসের গরম।

একেবারে রেকর্ড উচ্চতায় গিয়ে পৌছেছে মার্চ মাসের গরম। চলতি বছরের মার্চ মাসের সর্বোচ্চ উষ্ণতা ছিল ৩৩ ডিগ্রির আশেপাশে। ১৯০১ সালের পর এটাই সবথেকে বেশী তাপমাত্রা বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

গত ২০ মার্চ দিল্লির প্রীতম পুরা এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৯ ডিগ্রির কাছে। এদিকে দিল্লি রাজস্থান, পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা হিমাচলপ্রদেশ, সর্বত্র তাপমাত্রা এবছর স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশী যদি লক্ষ্য করা যায় গত দু’বছরের মার্চ মাসের তাপমাত্রা ইতিহাস গড়ে তুলেছিল। কিন্তু এই বছরের মার্চ মাসের তাপমাত্রা সত্যিই সবকিছুকে ভেঙেচুরে দিয়েছে।

আরো পড়ুন: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাটের ৫ শ’ত্রু, যাদের নিয়ে তিনি সবসময় চিন্তায় থাকেন

তবে জানা গিয়েছে শুধু ভারতেই এই ছবি নয়, প্রায় সারা বিশ্বজুড়ে এই তাপমাত্রার তীব্রতা।ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানী রাজেন্দ্র জেনামণি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, গত দু’বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রায় সারা বিশ্বজুড়ে এই উষ্ণতার তীব্রতা।

মোট কথা আবহাওয়ার তীব্রতা ও স্হায়ীত্বের ওপর জলবায়ুর পরিবর্তনের বিশেষ প্রভাব পরেছে। ভারতের বুকে ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত যাই হোক না কেন আবহাওয়া তীব্রতা কিন্তু ধরা পড়েছে অনেক আগের থেকেই।।