সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরস্বতী পুজোতে আবহাওয়া নিয়ে ব’ড়ো বা’র্তা দি’লো হাওয়া অফিস, জানুন সকলেই

বাঙালির সরস্বতী পুজো, যার সাথেই জড়িয়ে রয়েছে আমাদের আবেগ ভালোবাসা। ভোরে উঠেই স্নান করে নতুন জামা কাপড় পড়ে অঞ্জলি দেওয়ার মজাই আলাদা। রাত পোহালেই এবার সরস্বতী পুজো, কিন্তু সেই পুজো কি আদৌ সময়মতো হবে? কারণ আজ শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ চারদিকে হালকা মাজহারী বৃষ্টির ঘনঘটা।

আরো পড়ুন: মুকেশ আম্বানি কিনেছেন IPL টি’ম, পুরো IPL-কে কি’নে নিলেন রতন টাটা

যারা মনে করছেন হয়তো এই বছরের সরস্বতী পুজো ভেস্তে গেল বৃষ্টির কারণে,তাদের জন্য বলছি এবার আলিপুর আবহাওয়া দপ্তর শোনালো ভালো খবর।আগামীকাল শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হওয়ার দিকে এগোচ্ছে বলে জানা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া রবিবারের অপেক্ষায় বসে।

weather South Bengal receives unseasonal rain ahead of Saraswati Puja -  Telegraph India

এখন হয়তো বয়স বেড়েছে সকলের, সেই ছেলেবেলার দিনগুলো পেছন থেকে ডাকছে। সকাল সকাল বাড়িতে অঞ্জলী দিয়েই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। বন্ধুদের নিয়ে খিচুড়ি খাওয়া সবকিছুই পিছনে ফেলে এগিয়ে আসতে হয়েছে আমাদের। কিন্তু, বাগদেবীর আরাধনা হয়না এমন কোনো বাড়ি নেই বললেই চলে।

আরো পড়ুন: EMI-তে স্মার্টফোন কিনছেন? গো’প’ন শর্তগুলি না জেনেই ফাঁ’দে পা দিচ্ছেন!

তাই আজ শুক্রবার তার প্রস্তুতি চলছে প্রায় সকল বাড়িতেই। কিন্তু সেই প্রস্তুতির মধ্যেই বাধ সেধেছে এই বৃষ্টি।আজ কলকাতার বিভিন্ন অঞ্চলে বাড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় জল পর্যন্ত জমে গেছে। তবে এর মধ্যেই আশার সংবাদ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Saraswati Puja Vidhi aaj ke din, basant panachami me maa saraswati ke puja  ka,सरस्वती पूजा 2020 विधि, मुहूर्त: बसंत पंचमी के दिन इस विधि से करें देवी  सरस्‍वती की पूजा, जानें शुभ

দক্ষিণবঙ্গের সাথে যদি উত্তরবঙ্গের কথা বলতে হয়, তাহলে আগামীকাল শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং সহ বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ে তুষারপাত হয়ে গেছে,কিন্তু আগামীকাল ফের সেই সম্ভাবনা দেখতে পাচ্ছে আবহাওয়া দপ্তর।