সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, জেনে নিন বেতন ক’ত? কি সু’বি’ধা পাবেন জানুন

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন। আগামী ২৪ শে জুলাই ভারতের ১৪ তম রাষ্টপতির মেয়াদ শেষ হচ্ছে। তারপরেই শপথ গ্রহণ করবেন ভারতের নতুন রাষ্ট্রপতি। দিল্লির রাষ্ট্রপতি ভবনে থাকবেন তিনি।

এই ঐতিহাসিক ভবনের চারটি তলা মিলে ৩৪০ টি ঘর আছে। আড়াই কিলোমিটারের করিডর এবং ১১৯ একর জমির উপরে বাগান রয়েছে এখানে।

এছাড়া রাষ্ট্রপতির থাকার জন্য হায়দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়ম নামের একটি বিলাসবহুল ভবন রয়েছে। ছুটি কাটানোর জন্য তিনি থাকতে পারেন সিমলার রিট্রিট বিল্ডিং এ।

আরো পড়ুন: আমি গ’র্বি’ত হিন্দু, ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী ঋষি সুনকের প্রশংসা সকলের মু’খে

রাষ্ট্রপতি সচিবালয়ে পাঁচজন কর্মী ছাড়া ও রাষ্ট্রপতি ভবনের ২০০ জন কর্মী তার রক্ষণাবেক্ষণের কাজ করবেন। তিনি বেতন পাবেন পাঁচ লাখ টাকা। ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির বেতন দেড় লক্ষ টাকা।

কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকালের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের বেতন বেড়ে যায়। বেতন ছাড়াও রাষ্ট্রপতি বিনা খরচে চিকিৎসা সুযোগ পাবেন সারা জীবন।

কর্মীদের বেতন থেকে অতিথিন আপ্যায় এবং খাওয়া-দাওয়ার জন্য দুকোটি পঁচিশ লক্ষ টাকা পাবেন। ভারতের রাষ্ট্রপতির কালো রঙের mercedes-benz গাড়ি ব্যবহার করবেন। থাকবে লিমুজিন গাড়িও।