সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পর্যটক বোঝাই গাড়ি টে’নে নিয়ে যাওয়ার চে’ষ্টা বাঘের, সাফারি পার্কের ভিডিও ব্যা’প’ক ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক অদ্ভুত ঘটনার ভিডিও। শিল্পপতি আনন্দ মহীন্দ্রা এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে পর্যটকবোঝাই গাড়ি টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছে বিশালাকায় এক বাঘ।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বানারঘাট্টা সাফারি পার্কের। ঘটনা সূত্রে জানা গিয়েছে, সাফারি পার্কের মধ্যে হঠাৎই খারাপ হয়ে যায় গাড়িটি। সে সময় সেখানে হাজির হয় একটি বাঘ। খুব কাছ থেকে বাঘ দেখার আনন্দে তখন মশগুল গাড়ির ভিতরে থাকা পর্যটকরা। কিন্তু সেই আনন্দ-মুহূর্ত নিমেষেই যেন দুঃস্বপ্নে পরিণত হল।

সেই মুহুর্তে হঠাৎই বাঘটি গাড়ির পিছনের একটি অংশ কামড়াতে শুরু করে। দু’বার ব্যর্থ হলেও সে হাল ছাড়েনি, তাই তৃতীয় বার সেই সেই অংশটি দাঁত দিয়ে চেপে ধরে। এর পরই পর্যটক বোঝাই গাড়িটিকে টানতে টানতে পিছনের দিকে নিয়ে যায়। এই ঘটনা যখন ঘটছে, সেখানে হাজির হয় আরও একটি বাঘ। পাশে আরও একটি গাড়ি থেকে সেই ভিডিওটি করা হয়েছে।

এ প্রসঙ্গে আনন্দ মহীন্দ্রা একটু রসিকতা করে বলেছেন, ‘গাড়িটিকে কামড়ে ধরায় আমি খুব একটা বিস্মিত নই। সম্ভবত বাঘটি আমার মতো ভাবছিল যে, আমাদের সংস্থার গাড়ি খুবই সুস্বাদু!’