সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর ৪ দিন মিলবে না ভ্যা’ক’সি’ন, তবে কবে কবে মিলবে টি’কা দেখে নিন

পুজোর চারদিন কলকাতা পৌরনিগম করোনা টিকাকরন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা পৌর নিগমের তরফ থেকে প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ জানালেন আগামী 12 ই অক্টোবর থেকে 15 ই অক্টোবর পর্যন্ত কলকাতায় পৌরসভার অন্তর্গত টিকাকরন প্রক্রিয়া বন্ধ থাকছে। পুজোর পর থেকে আবার চালু হবে টিকাকরন প্রক্রিয়া।

উল্লেখ্য কলকাতাসহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় টিকাকরণের কাজ এই মুহূর্তে জোরকদমে চলছে। বর্তমান পরিস্থিতিতে যখন যখন টিকার যোগান আসছে, ঠিক তখনই তা সরবরাহ করে দেওয়ার কাজ পুরোদমে শুরু করে দিচ্ছে কলকাতা পুরনিগম। প্রথমবারের পাশাপাশি যারা দ্বিতীয়বার টিকা নিচ্ছেন তাদের জন্য সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে।

তবে পুজোর চারটে দিন কার্যত কোনো রকম টিকাকরণের বন্দোবস্ত রাখা হচ্ছে না। তবে টিকাকরণ বন্ধ থাকলেও অবশ্য আগামী 11, 16, 18, 19, 20, 21, 22, 23 অক্টোবর টিকাকরণ চালু রাখা হবে বলে জানানো হয়েছে। আগামী 5 এবং 9 ই নভেম্বর টিকাকরণ হবে বলে জানানো হয়েছে। উক্ত দিনগুলিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাকরণ চলবে।

এদিকে পূজা উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর শুরুর মুহূর্তে রাজ্যের করোনা সংক্রমণ বৃদ্ধির হার ধরা পড়েছে।