সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়ায় বিজেপিকে হা’রা’তে যা ক’রা সম্ভব তাই করবে তৃণমূল কংগ্রেস, মহুয়ার টুইটে উ’ঠ’লো ঝড়

হাতে আর মাত্র কয়েকটা দিন, আর ঠিক তারপরেই নির্দিষ্ট দিনে গোয়ায় বিধানসভা নির্বাচন, এ যেন এক উৎসব প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। স্বাভাবিকভাবেই হারা জেতা রাজনৈতিক উৎসব।গোয়া দখল করতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করে চলেছে চুপিসারে।ইতিমধ্যেই সেই তালিকায় নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেস, তারাও একে একে দাবার গুটি সাজাচ্ছে। বলা যেতে পারে প্রায় দৈনিক একের পর এক রাজনৈতিক নেতারা সাংসদ বিধায়করা দলের কাছে ঘুরে আসছে গোয়া।

কিছুদিন আগেই স্বয়ং মমতা ব্যানার্জি ও পা রেখেছেন গোয়ার মাটিতে, তারপরেই পৌঁছে গেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংগঠনের দায়িত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, তৃণমূল কেমন মনোভাব নিয়ে গোয়া দখল করতে চলেছে সেই কথাই ট্যুইট করে জানিয়েছেন আজ শনিবার সকালে। সেই ট্যুইটের পরেই একেবারে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গোয়া ফরোয়ার্ড পার্টি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং কংগ্রেস এই সমস্ত দলগুলিকে ট্যাগ করেই মহুয়া মিত্র টুইট করেছেন নিজে।

মোটকথা বুঝিয়ে দিয়েছেন বিজেপিকে, এই সমস্ত দলগুলিকে নিয়েই তারা লড়তে চলেছে এই নির্বাচনে। তাৎপর্যপূর্ণভাবে তিনি বোঝাতে চেয়েছেন তারা বর্তমানে কতটা শক্তিশালী। কিন্তু ঠিক কী লিখেছেন তিনি? তিনি লিখেছেন, গোয়ায় যা যা করা সম্ভব সমস্ত কিছুই করবে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারানোর ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন, তা তিনি রাখেন। তাই তৃণমূল কংগ্রেসের গোয়ায় এক্সট্রা কয়েক মাইল পথ হাঁটতে কোনো অসুবিধাই নেই।

তার এই টুইটের মাধ্যমে তিনি ইঙ্গিতে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছেন,ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার মানুষদের জন্য গৃহলক্ষী কার্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, যুবসমাজের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করার কথা জানিয়েছেন। ক্ষমতায় এলে সব প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন বলেও জানিয়েছেন সকলকে। মহুয়া মিত্রের এই টুইট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরো। অনেক কংগ্রেস নেতাই ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন, মোটকথা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে একেবারে শক্ত হাতে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। তাই তার টুইটের মাধ্যমে স্পষ্ট প্রকাশ পেয়েছে , বিজেপিকে হারাতে তারা যে কোনো চরম পরিস্থিতিতে যেতে প্রস্তুত।