সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

না’ম’ছে তাপমাত্রা, প্রতিটি জেলার দো’র’গো’ড়া’য় শীত! কলকাতার খ’ব’র কি?

রাজ্যে এবার কড়া নাড়ছে শীত, শীতের আমেজ রাজ্যবাসী এখন থেকে অনুভব করছে। এখন কলকাতা তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এখনো জাঁকিয়ে শীত পড়তে কিছুটা সময় বাকি রয়েছে।

তার মধ্যেই শীতের আমেজ রাজ্যের দোরগোড়ায়, শীতপিপাসু মানুষদের জন্য এটি দারুন একটি খবর, কারণ কয়েক দশক পর কলকাতার তাপমাত্রা এতটা নেমেছে।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে অনুমান করা হচ্ছে, এবার কলকাতার তাপমাত্রা অনেকটাই নিচে নামবে। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের শীতের আমেজ অনেকটাই বেশি।

আরো পড়ুন: পাকিস্তানের বা’না’নো “রুহ আফজা” আর ভারতে বি’ক্রি ক’রা যাবে না, আমাজনকে নি’র্দে’শ দিল্লি হাইকোর্টের

বর্তমানে আকাশ পরিষ্কার তাই শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য কেউ নেই। কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জেলায় বিশেষ করে পুরুলিয়া বীরভূম সব জেলায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে।

আগামী কয়েক দিন তাপমাত্রা এর মধ্যেই বজায় থাকবে, যার কারণেই শীতের আগে শীতের আমেজ উপভোগ করবে মানুষ।আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।