সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘাটাল মাস্টার প্লান নিয়ে নড়েচড়ে ব’স’লো রাজ্য, ভা’লো খবর শো’না’লো নবান্ন

দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যত ঝুলে রয়েছে। অবশেষে কেন্দ্রের তরফ থেকে মিলেছে আর্থিক অনুমোদন। ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য 12 কোটি টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রের প্রতিটি সম্প্রতি আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আশার আলো দেখছেন বাসিন্দারা। কেন্দ্রের তরফ থেকে দেওয়া প্রস্তাবে রাজ্য রাজি হয়েছে। ফ্ল্যাট ম্যানেজমেন্ট এন্ড বর্ডার এরিয়ার প্রোগ্রামের অধীনে 60-40 অনুপাতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে রাজি হয়েছে রাজ্য সরকার।

এবার দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করতে চায় নবান্ন। তাই কেন্দ্রীয় সরকারকে আবারো অনুরোধ করা হয়েছে। বর্ষা এলেই প্রতিবার ঘাটাল মাস্টারপ্ল্যানের নাম উঠে আসে।

আরো পড়ুন: দুই পাকিস্তানি মৎস্যজীবীকে গুজরাটে আ’ট’ক করলো BSF

প্রত্যেক বছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বন্যার জলে ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে যায়। বর্ষা শেষ হলেই ঘাটাল মাস্টারপ্ল্যানের সমস্ত আলোচনা বন্ধ হয়ে যায়। প্রায় 40 বছর ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান এভাবেই পড়ে রয়েছে।

গত বছর মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এই অবস্থার জন্য দায়ী হলো কেন্দ্রীয় সরকার। ঘাটালের সাংসদ দেব জানিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। অবশেষে এই প্রকল্প বাস্তবায়িত হয় কিনা সেটাই এখন দেখার।