সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর গ’তি বে’ড়ে গিয়েছে, একদিন সম্পূর্ণ হ’তে লাগছেই না ২৪ ঘন্টা

জীবনে প্রথম ভূগোল বইয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর গতি সম্পর্কে। আমরা প্রত্যেকে বইতে পড়ে এসেছি যে ২৪ ঘন্টায় পৃথিবী একপাক ঘুরে অর্থাৎ ২৪ ঘন্টায় দিন রাত্রি সমান হয়। এখনও পর্যন্ত সেই ধারণাই আমাদের কাছে বর্তমান রয়েছে কিন্তু সম্প্রতি এক বিজ্ঞানীর দল যে বার্তা দিলেন তাতে হয়তো কিছুটা চমকে গেলেও মন্দ হবে না।

পৃথিবীর গতি, পৃথিবীর কাজ পর্যবেক্ষণ করেন দান ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন এন্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস। এতদিন পর্যন্ত পৃথিবীর গতি সম্পর্কে আমাদের ধারণা ছিল সেটা কি ভুল? নাকি সময়ের মধ্যে দেখা দিচ্ছে পরিবর্তন?

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দিনের দৈর্ঘ্য ক্রমশই আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে চলতি বছরের ২৯ শে জুন সবচেয়ে দ্রুতগতিতে পৃথিবী একপাক ঘোরে। ২৬শে জুলাই পৃথিবী একপাক ঘুরতে সময় নেয় ২৪ ঘন্টা থেকে ১.৫০ মিলিসেকেন্ড কম। প্রশ্ন উঠছে হঠাৎ করে এই ধরনের পরিবর্তন কেন?

আরো পড়ুন: জন্ম হয় শুয়োপোকা হিসেবে, বড়ো হলেই সাপ হ’য়ে যায়!

যদিও বিজ্ঞানীরা এই বিষয়ে একদমই নিশ্চিত নন। কোন কোন বিজ্ঞানীর মতে এটা হওয়ার কারণ হচ্ছে মেরু প্রদেশের বরফের চাদর গলে যাওয়া। আবার অনেকের ধারণা অভ্যন্তরের গলিত পদার্থ আস্তে আস্তে জায়গা পরিবর্তন করছে অথবা সরে যাচ্ছে যার কারনেই এই ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে।

এইরকম পৃথিবীর গতিবেগের মধ্যে পরিবর্তনের ফলে কি কি ভৌগলিক পরিবর্তন ঘটবে সে বিষয়ে কেউই নিশ্চিত নন, কিন্তু এইরকম পরিবর্তনের ফলে যে আগামী দিনে গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন।

পৃথিবীর গতিবেগ যদি বেড়ে যায় তাহলে পৃথিবীর আশেপাশে থাকা কৃত্রিম উপগ্রহ গুলিও বিক্ষিপ্তভাবে কাজ করবে যেমন বলা যেতে পারে পৃথিবীর গতি যদি আজ মিলিসেকেন্ড বদলে যায় তবে সে ক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলের কৃত্তিম উপগ্রহ গুলির অবস্থান অনেক অংশে পরিবর্তন হয়ে যাবে, বলা যায় প্রায় ২০ ইঞ্চি।

এই উপগ্রহ গুলির উপর নির্ভর করে থাকে ইন্টারনেট ব্যবস্থার জিপিআরএস পদ্ধতি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় তবে পৃথিবীতে দেখা দেবে নানান রকমের সমস্যা,যা একপ্রকার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের কাছে।